হোম > শিক্ষা > ক্যাম্পাস

নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তিবিষয়ক ৭ম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ইউআইইউ

ক্যাম্পাস ডেস্ক

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা ইউআইইউর তিন দিনব্যাপী নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তিবিষয়ক সপ্তম আন্তর্জাতিক সম্মেলন (আইসিডিআরইটি-২০২৪) শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ইউআইইউর ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সেন্টার ফর এনার্জি রিসার্চ এই সম্মেলনের আয়োজন করে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী) ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীর বিক্রম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন আইসিডিআরইটি-২০২৪ সম্মেলনের অর্গানাইজিং চেয়ার এবং ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চের নির্বাহী পরিচালক অধ্যাপক ইমেরিটাস ড. এম রিজওয়ান খান, ইউআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসান সারওয়ার এবং আইসিডিআরইটি-২০২৪ সম্মেলনের অর্গানাইজিং কো-চেয়ার এবং ইউআইইউ সিইআরের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিডিআরইটি-২০২৪ সম্মেলনের টেকনিক্যাল চেয়ার প্রফেসর ড. ইন্তেখাব আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘মানবজাতির ভবিষ্যৎকে নিরাপদ রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ নিশ্চিত করার জন্য সবার দৈনন্দিন জীবনে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করার ওপর গুরুত্ব দিতে হবে।’ এ ছাড়া তিনি বলেন, ‘এই সম্মেলনে যেসব গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে, তা এ খাতে আগামী দিনের চ্যালেঞ্জ উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির উন্নয়ন অর্থনৈতিকভাবে কীভাবে লাভবান হবে, তা নিয়ে সম্মেলনে বিশদ আলোচনা করেন বক্তারা।

এবারের সম্মেলনে যেসব গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে তা এ খাতে আগামী দিনের চ্যালেঞ্জ উত্তরণে কাজে দেবে। সরকার সবুজ জ্বালানি নিয়ে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং এটি চলমান রয়েছে।’

তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে কানাডা, তুরস্ক, নেপাল, ভুটান, ফিলিপাইন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক গবেষণাপত্র উপস্থাপিত হবে। এসব গবেষণা বাংলাদেশের নবায়নযোগ্য শক্তির উন্নয়নের পাশাপাশি শিল্পোদ্যোক্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে আসবে। এ বছরের সম্মেলনে পাঁচটি কি-নোট স্পিচ ও একটি ইনভাইটেড সেশন উপস্থাপন করা হবে। তিন দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন টেকনিক্যাল সেশনে জ্বালানি গবেষণার ওপর দেশি-বিদেশি বিশেষজ্ঞরা আলোচনা করবেন। ইউআইইউ ২০০৯ সাল থেকে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে আসছে এবং এ বছর ইউআইইউর এটি ষষ্ঠ আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, গবেষক, অন্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি