হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঢাবিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘ড্রাফট ফাইন্ডিংস অন ফিজিবিলিটি স্টাডি ফর দ্য প্রি সার্ভিস টিচার এডুকেশন ফর প্রাইমারি টিচার্স’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ইনস্টিটিউটের সেমিনার রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ ও গবেষক দলের প্রধান অধ্যাপক এস এম হাফিজুর রহমান।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ বলেন, শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হচ্ছে প্রাথমিক শিক্ষা। দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এই ধরনের যৌথ কর্মশালার আয়োজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় উৎসাহিত করে। শিক্ষা বিষয়ক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে এই কর্মশালা সহায়ক ভূমিকা পালন করবে।

কর্মশালায় বক্তারা উন্নত বিশ্বের ন্যায় শিক্ষকতা পেশায় যোগদানের পূর্বেই প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে ৮টি বিষয়বস্তু নিয়ে গবেষণা ও কর্মশালার আয়োজন করা হবে।

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত

জকসুতে ২১ পদের ১৬টিতে শিবিরের জয়, কে কত ভোট পেলেন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ