হোম > শিক্ষা > ক্যাম্পাস

আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াডে বিইউবিটি শিক্ষার্থীদের সাফল্য

আজকের পত্রিকা ডেস্ক­

পঞ্চম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াডে গৌরবময় সাফল্য অর্জন করেছে বিইউবিটি। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থীরা পঞ্চম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড-২০২৫-এ গৌরবময় সাফল্য অর্জন করেন। গতকাল শনিবার (২১ জুন) উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশ-বিদেশের মোট ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০-এর অধিক দল অংশ নেয়, যেখানে মোট ১২ ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিইউবিটির প্রতিনিধিত্বকারী দল ‘টিম বিইউবিটি’ আইডিয়া কম্পিটিশন ও প্রজেক্ট শোকেজ—এই দুটি ক্যাটাগরিতে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

আইডিয়া কম্পিটিশন বিভাগে বিইউবিটির টিমের সদস্য ছিলেন আবু হুরাইরা আনসারী তানভীর, রাকিবুল হাসান বিজয়, শাখাওয়াত হোসেন ও আসিফ আল আমিন। অপরদিকে প্রজেক্ট শোকেজ বিভাগে টিম বিইউবিটির সদস্যরা ছিলেন শাখাওয়াত হোসেন, সাকিব চৌধুরী, শাহরিয়ার চৌধুরী, সাব্বির হোসেন ও সাজেদুল ইসলাম।

বিজয়ী দুটি দলের সদস্যরা বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য শিক্ষার্থীদের এ সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই অর্জন আমাদের শিক্ষা ও প্রযুক্তি চর্চার মানকে এগিয়ে নেবে এবং আশা করি, ভবিষ্যতে তারা আরও বড় মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।’

উল্লেখ্য, এই আন্তর্জাতিক অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করে উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও রোবো টেক ভ্যালি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্বাণী গ্রুপের চেয়ারম্যান ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার।

বিইউবিটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহ দিয়ে যাবে।

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি