হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ের বাসের সংখ্যা বাড়ানো হোক

শাহ মুনতাসির হোসেন মিহান

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা চালু করে। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের বসার জায়গা সংকুলান হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত বাস নেই।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যার কারণে শিক্ষার্থীদের একটি বড় অংশ শহরের মেসে থাকেন। ফলে প্রতিদিন হাজারো শিক্ষার্থী বাসে করে ক্যাম্পাসে যাতায়াত করেন। পর্যাপ্ত বাস না থাকায় শিক্ষার্থীরা ঝুলতে ঝুলতে বিপজ্জনকভাবে বাসে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ চলন্ত বাসে দ্রুত উঠতে একটুও ভ্রুক্ষেপ করেন না। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে শিক্ষার্থীদের। তা ছাড়া বাসগুলো ফিটনেসবিহীন। তারপরও দিব্যি চলছে। তাই ঝুঁকির মাত্রা আরও বাড়ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে দুটি নতুন বাস যুক্ত করেছে শিক্ষার্থীদের জন্য। তাতেও সমস্যার সমাধান হচ্ছে না। শিক্ষার্থীদের জন্য আরও কয়েকটি নতুন বাস যুক্ত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীরাও যেন ঝুঁকি নিয়ে বাসে না ওঠেন, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।  

শাহ মুনতাসির হোসেন মিহান, শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত

জকসুতে ২১ পদের ১৬টিতে শিবিরের জয়, কে কত ভোট পেলেন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ