হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবির সাংবাদিকতা বিভাগের আনন্দ ভ্রমণ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘আনন্দ ভ্রমণ ২০২৫’। শিক্ষার্থী, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

ছবি: সংগৃহীত

ভ্রমণ শুরু হয় সকাল ৮টায় রিপোর্টিংয়ের মাধ্যমে। সকাল ৮.৩০টায় বাসে যাত্রা করে অংশগ্রহণকারীরা পৌঁছে যায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে। সেখানে সকালের নাস্তা ও খেলাধুলা শেষে গ্রুপ ফটোসেশনের আয়োজন করা হয়। এরপর ভ্রমণকারীরা রওনা দেন মূল গন্তব্য কেরানীগঞ্জের ‘শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক’-এর উদ্দেশ্যে।

ছবি: সংগৃহীত

রিসোর্টে পৌঁছে শিক্ষার্থীরা অংশ নেন সুইমিং, রাইড, খেলাধুলা, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক আয়োজনে। বিকালে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র ও নাস্তার আয়োজন। দিনব্যাপী এই আনন্দযাত্রা আনন্দ, হাসি ও স্মৃতিমধুর মুহূর্তে পরিপূর্ণ ছিল।

ছবি: সংগৃহীত

আয়োজনে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বিভাগের চেয়ারম্যান ড. আশরাফুল আলমের প্রতি, যার দায়িত্বশীল নেতৃত্ব ও সার্বিক সহযোগিতায় আয়োজনটি সফল হয়।

ছবি: সংগৃহীত

আনন্দ ভ্রমণ কমিটির আহ্বায়ক ও বিভাগের শিক্ষক রাইসুল ইসলাম বলেন, ‘সবার আন্তরিক অংশগ্রহণে আনন্দ ভ্রমণটি হয়ে উঠেছে স্মরণীয়। তবে আমরা গভীরভাবে মিস করেছি সেইসব প্রিয় মুখ, যারা বিভিন্ন কারণে অংশ নিতে পারেননি।’

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়