হোম > শিক্ষা > ক্যাম্পাস

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

বিবি হালিমা জবা

ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সামাজিক সংগঠন চলো পাল্টাই ফাউন্ডেশন ‘উষ্ণতার অঙ্গীকার ২০২৪-২৫’ কর্মসূচির আওতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সম্প্রতি আয়োজিত এই কর্মসূচির মধ্য দিয়ে ফাউন্ডেশনটি ক্যাম্পাস ও আশপাশের এলাকাসহ নোয়াখালী থেকে ঢাকা পর্যন্ত উপকূল এক্সপ্রেস ট্রেন যাত্রার প্রতিটি স্টেশনে শীতবস্ত্র বিতরণ করেছে।

এই উদ্যোগের অংশ হিসেবে ফাউন্ডেশনের তরুণ সদস্যরা ২৩০টি কম্বল ও ১০টি সোয়েটার বিতরণ করে। শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শেষ হয় ঢাকা এয়ারপোর্ট স্টেশনে। প্রতিটি প্ল্যাটফর্মে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার মুহূর্তে তাঁদের চোখে-মুখে দেখা গেছে স্বস্তি ও আনন্দ।

চলো পাল্টাই ফাউন্ডেশনের ক্লাব-প্রধান এই উদ্যোগের বিষয়ে বলেন, ‘কর্মসূচিটি কেবল শীতবস্ত্র বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষের জীবনে উষ্ণতা ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস। আমরা বিশ্বাস করি, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। এমন মানবিক কাজে অংশ নিতে পেরে অত্যন্ত গর্বিত। এটি শুধু শীতার্তদের সাহায্য নয়; বরং আমাদের নিজেদের মানুষ হওয়ার শিক্ষা।’

‘একটি উদ্যোগ, শত হাসি’ স্লোগান সামনে রেখে চলো পাল্টাই ফাউন্ডেশন সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাদের এই মানবিক প্রচেষ্টা সত্যিই অনুপ্রেরণার।

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন