হোম > শিক্ষা > ক্যাম্পাস

পাঠকবন্ধুর উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উন্নয়ন শীর্ষক র‍্যালি

মো. সাইফুল ইসলাম আকাশ, ভোলা

পাঠকবন্ধু ভোলা সদর উপজেলার বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উন্নয়ন শীর্ষক বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা পাঠকবন্ধুর ইতিবাচক কার্যক্রমে শিক্ষার্থীদের যুক্ত হওয়ার আহ্বান জানান।

৪ নভেম্বর সকাল ১০টায় র‍্যালিটি কলেজের শিক্ষক মিলনায়তন থেকে শুরু হয়ে বিভিন্ন প্রাঙ্গণ প্রদক্ষিণের পর শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। কলেজটির অডিটরিয়ামে পাঠকবন্ধুর ভোলা জেলার আহ্বায়ক মো. সাইফুল ইসলাম আকাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ হারুন অর রসিদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজটির উপাধ্যক্ষ সুশান্ত কুমার মণ্ডল। এ ছাড়াও বক্তব্য দেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আলমগীর হোসাইন; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আবুল বাসার; ইতিহাস বিভাগের প্রভাষক বিপ্লব মণ্ডল, ধ্রুব হাওলাদার; বাংলা বিভাগের প্রভাষক রেহানা ফেরদৌস; হালিমা খাতুন মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ রিয়াজ মাহমুদ; জেলা কমিটির সদস্য আফলাম মাহমুদ রাসেল, সোহাগ, মমিন; ফাতেমা খানম ডিগ্রি কলেজের পাঠকবন্ধুর সদস্য মাহমুদুর রহমান ওমায়ের, মহিবুল্লাহ, লিজন, মাহামুদুল হাসানসহ শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, পাঠকবন্ধু শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম। সাহিত্য, সাংস্কৃতিক, সামাজিক ও একাডেমিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নতির শিখরে পৌঁছে দিচ্ছে পাঠকবন্ধু। সংগঠনটি বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকবিরোধী সভা-সেমিনারের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করছে। ফলে সমাজে এর ইতিবাচক প্রভাব পড়ছে।

এ সময় বক্তারা ‘পাঠকবন্ধু’র সব কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান।

নিকাব বিতর্কে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউএপির দুই শিক্ষক চাকরিচ্যুত, ক্লাস বন্ধ

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি