হোম > শিক্ষা > ক্যাম্পাস

এআইইউবিতে ২০২৪-২৫ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

অনুষ্ঠানে এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। ছবি: আজকের পত্রিকা

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে স্প্রিং ২০২৪-২৫ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিভিন্ন অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। তিনি নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের শিক্ষা জীবন ও ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন—এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, প্রক্টর এবং বিভিন্ন অনুষদের ডিনরা।

এ সময় অনুষ্ঠানে আরও ছিলেন—ট্রাস্টি বোর্ডের সদস্য মিস শানিয়া মাহিয়া আবেদীন, এআইইউবির রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষিকা, পরিচালকরা, উর্ধ্বতন কর্মকর্তা, নবাগত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ কনসার্টের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ও এআইইউবির প্রাক্তন শিক্ষার্থী মিনার রহমান।

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল