হোম > শিক্ষা > ক্যাম্পাস

এআইইউবিতে ২০২৪-২৫ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

অনুষ্ঠানে এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। ছবি: আজকের পত্রিকা

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে স্প্রিং ২০২৪-২৫ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিভিন্ন অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। তিনি নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের শিক্ষা জীবন ও ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন—এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, প্রক্টর এবং বিভিন্ন অনুষদের ডিনরা।

এ সময় অনুষ্ঠানে আরও ছিলেন—ট্রাস্টি বোর্ডের সদস্য মিস শানিয়া মাহিয়া আবেদীন, এআইইউবির রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষিকা, পরিচালকরা, উর্ধ্বতন কর্মকর্তা, নবাগত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ কনসার্টের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ও এআইইউবির প্রাক্তন শিক্ষার্থী মিনার রহমান।

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত

জকসুতে ২১ পদের ১৬টিতে শিবিরের জয়, কে কত ভোট পেলেন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ