হোম > শিক্ষা > ক্যাম্পাস

পাঠকবন্ধুর সাংস্কৃতিক স্পন্দনে মুখর ঢাকা কলেজ

কৌশিক মাহমুদ সিজান

পরীক্ষার শেষে ক্লান্ত মুখগুলো হঠাৎ যেন আলোয় জ্বলে উঠল। ঢাকা কলেজের সবুজ ক্যাম্পাসে দুপুরের রোদ গায়ে মেখে একঝাঁক তরুণ জড়ো হয়েছে, কিন্তু বই নিয়ে নয়—আজ তারা এসেছে গান, হাসি আর আনন্দে ডুবে যেতে। আয়োজনটি ছিল পাঠকবন্ধু ঢাকা কলেজ শাখার। এটি একটি শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম, যা কেবল পাঠাভ্যাস বাড়াতেই নয়, বরং তরুণদের মধ্যে মানবিকতা, সংস্কৃতি ও স্বপ্নবাজ মানস গঠনে নিরলস কাজ করে যাচ্ছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে উপস্থিত বন্ধুরা একে একে গান, কবিতা, আবৃত্তি আর কৌতুক পরিবেশন করে। এতে মুহূর্তে চলে যায় পরীক্ষা-পরবর্তী ক্লান্ত। ক্যাম্পাসজুড়ে যেন এক অনাবিল প্রশান্তির আবহ ছড়িয়ে পড়ল। কেউ গাইল জীবনের গান, কেউবা হাসাল তার সহজ কথার চমকে। সব মিলিয়ে এমন এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হলো, যা কলেজ জীবনের স্মৃতি হয়ে থাকবে।

এই সময় পাঠকবন্ধু ঢাকা কলেজ শাখার আহ্বায়ক কৌশিক মাহমুদ সিজানের উপলব্ধি, ‘আমরা বিশ্বাস করি, শুধু বই নয়, মেধা ও মননকে বাঁচিয়ে রাখতে সংস্কৃতি ও সৃজনশীলতার প্রয়োজন। পাঠকবন্ধু সেই চর্চারই একটি ছোট্ট প্রয়াস।’

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেওয়া অন্য বন্ধুরা হলো পাঠকবন্ধু ঢাকা কলেজ শাখার মো. দিনাজ, মো. ইব্রাহিম শেখ, হাসান মোল্লা, রেজওয়ান সাকিব, ফাইজুল, তাহমিদ, জিহাদ, আসিফ রাকিব, আকাশ, নেহাল, মাহবুব, জিসান, রোজারিওসহ আরও অনেকে।

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়