হোম > শিক্ষা > ক্যাম্পাস

ব্র্যাক ইউনিভার্সিটির নতুন উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার

সৈয়দ ফারহাত আনোয়ারকে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে। 

সৈয়দ ফারহাত আনোয়ার ৩৮ বছরের ক্যারিয়ারে শিক্ষা, গবেষণা ও ম্যানেজমেন্ট কনসালটেন্সিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সৈয়দ ফারহাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং আইবিএ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেছেন। তিনি কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং সিস্টেমস বিষয়ে পিএইচডি করেছেন। 

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে সৈয়দ ফারহাত আনোয়ারের ৭০টিরও বেশি প্রকাশনা রয়েছে। ব্যবসায় ব্যবস্থাপনাসংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ বইয়ের লেখক তিনি। তাঁর বিশেষজ্ঞ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে মার্কেটিং, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, করপোরেট সামাজিক দায়িত্ব এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ব্যবস্থাপনা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটলার সেন্টার ফর মার্কেটিং এক্সেলেন্সের প্রতিষ্ঠাতা পরিচালক। এ ছাড়া, তিনি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগ দিতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন সৈয়দ ফারহাত আনোয়ার। তিনি বলেন, ‘আমি আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মী সবাইকে সঙ্গে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শক্ত ভিত্তিকে আরও মজবুত করতে চাই। একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয় যেন সৃজনশীলতা, ক্রিটিক্যাল থিংকিং এবং সামাজিক দায়বদ্ধতাকে আরও উৎসাহিত করতে পারে তেমনই একটি প্রাণবন্ত শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে চাই।’ 

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, ‘সৈয়দ ফারহাত আনোয়ারকে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। ব্যাপক অভিজ্ঞতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি ব্র্যাক ইউনিভার্সিটিকে অ্যাকাডেমিক উৎকর্ষতা ও উদ্ভাবনের নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি।’ 

ব্র্যাক ইউনিভার্সিটিতে সৈয়দ ফারহাত আনোয়ারের যোগদান বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক উৎকর্ষতা ও সমাজের প্রতি এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে। সেই সঙ্গে এটি বাংলাদেশের উচ্চ শিক্ষায় ব্র্যাক ইউনিভার্সিটির ভূমিকাকে আরও মজবুত করবে।

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা