হোম > শিক্ষা > ক্যাম্পাস

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে নৈতিকতার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নৈতিকতার বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ‘ইথিক্যাল ভ্যালুজ: ডাইভারসিটি, রেসপেক্ট অ্যান্ড ফেয়ারনেস’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অফিসের উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয়। 

কর্মশালায় মিজানুর রহমান ইথিকসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার বিধি, আচরণ, সততা, নিয়মানুবর্তিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেই সঙ্গে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কী রকম সম্পর্ক হওয়া উচিত তা নিয়ে আলোকপাত করেন। 
 
ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘শিক্ষক, কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সেই সঙ্গে সঠিক সময়ে অফিসে উপস্থিত হওয়া কর্তব্য। তিনি তাঁর বিভিন্ন দেশে শিক্ষকতার অভিজ্ঞতা তুলে ধরে সততার সঙ্গে সবাইকে কাজ করার জন্য নির্দেশনা দেন।’ 

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের ডিরেক্টর, ডিন, বিভাগীয় ও অফিস প্রধানেরা, বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। আইকিউএসির ডিরেক্টর প্রফেসর মো. সারওয়ার মোর্শেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন