হোম > শিক্ষা > ক্যাম্পাস

বই বিহঙ্গের বর্ষপূর্তি

মো. সৈয়দুর রহমান

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বই পড়ার জনপ্রিয় সংগঠন বই বিহঙ্গের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

২০২৩ সালের ৯ নভেম্বর কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একদল তরুণের হাত ধরে যাত্রা শুরু করে বই বিহঙ্গ। বর্তমানে ঢাকা, জগন্নাথ ও বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা ও বেগম বদরুন্নেসা কলেজ এবং ফরিদপুর, বগুড়া, পাবনা জেলা শাখাসহ ১০টি শাখায় বিনা মূল্যে বই পড়ানোর সেবা দিয়ে যাচ্ছে সংগঠনটি।

প্রতিষ্ঠার পর থেকেই বই পড়ানোর বিভিন্ন কার্যক্রম সফলভাবে আয়োজন করছে বই বিহঙ্গ। এ বছর ২৩ এপ্রিল বইপ্রেমীদের বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে বই দিবস উদ্‌যাপন করে সংগঠনটি। চিঠি দিবস উপলক্ষে মায়ের কাছে চিঠি লেখার আয়োজনে বই বিহঙ্গ এক হাজারের বেশি চিঠি সংগ্রহ করে। এ ছাড়া সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বই বিহঙ্গ যৌথভাবে ‘মাদক ছেড়ে বই পড়ি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।

প্রথম বর্ষপূর্তির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একত্র হন বই বিহঙ্গ প্রতিষ্ঠা প্যানেলের সদস্যরা। আড্ডা, স্মৃতিচারণা ও কেক কাটার মধ্য দিয়ে আয়োজিত হয় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে সরকারি বাঙলা কলেজ ও ঢাকা নার্সিং কলেজে নতুন শাখা উদ্বোধন করা হয়।

বই বিহঙ্গের প্রতিষ্ঠাতা সজীব শিকদার বলেন, ‘মানসম্মত বই, সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করা এবং শুদ্ধ সাহিত্য চর্চায় বদ্ধপরিকর বই বিহঙ্গ।’

সহপ্রতিষ্ঠাতা উম্মে হাবীবা বলেন, ‘বই বিহঙ্গ তরুণদের কাছে বইয়ের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বইয়ের প্রতি তাঁদের আকৃষ্ট করছে।’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি