হোম > শিক্ষা > ক্যাম্পাস

বই বিহঙ্গের বর্ষপূর্তি

মো. সৈয়দুর রহমান

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বই পড়ার জনপ্রিয় সংগঠন বই বিহঙ্গের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

২০২৩ সালের ৯ নভেম্বর কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একদল তরুণের হাত ধরে যাত্রা শুরু করে বই বিহঙ্গ। বর্তমানে ঢাকা, জগন্নাথ ও বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা ও বেগম বদরুন্নেসা কলেজ এবং ফরিদপুর, বগুড়া, পাবনা জেলা শাখাসহ ১০টি শাখায় বিনা মূল্যে বই পড়ানোর সেবা দিয়ে যাচ্ছে সংগঠনটি।

প্রতিষ্ঠার পর থেকেই বই পড়ানোর বিভিন্ন কার্যক্রম সফলভাবে আয়োজন করছে বই বিহঙ্গ। এ বছর ২৩ এপ্রিল বইপ্রেমীদের বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে বই দিবস উদ্‌যাপন করে সংগঠনটি। চিঠি দিবস উপলক্ষে মায়ের কাছে চিঠি লেখার আয়োজনে বই বিহঙ্গ এক হাজারের বেশি চিঠি সংগ্রহ করে। এ ছাড়া সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বই বিহঙ্গ যৌথভাবে ‘মাদক ছেড়ে বই পড়ি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।

প্রথম বর্ষপূর্তির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একত্র হন বই বিহঙ্গ প্রতিষ্ঠা প্যানেলের সদস্যরা। আড্ডা, স্মৃতিচারণা ও কেক কাটার মধ্য দিয়ে আয়োজিত হয় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে সরকারি বাঙলা কলেজ ও ঢাকা নার্সিং কলেজে নতুন শাখা উদ্বোধন করা হয়।

বই বিহঙ্গের প্রতিষ্ঠাতা সজীব শিকদার বলেন, ‘মানসম্মত বই, সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা করা এবং শুদ্ধ সাহিত্য চর্চায় বদ্ধপরিকর বই বিহঙ্গ।’

সহপ্রতিষ্ঠাতা উম্মে হাবীবা বলেন, ‘বই বিহঙ্গ তরুণদের কাছে বইয়ের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বইয়ের প্রতি তাঁদের আকৃষ্ট করছে।’

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন