হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইবির নতুন রেজিস্ট্রার ড. মনজুরুল হক

ইবি প্রতিনিধি 

অধ্যাপক ড. মনজুরুল হক। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।  

অফিস আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. মনজুরুল হককে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক এই পদের সকল সুবিধা প্রাপ্ত হবেন।

দায়িত্ব গ্রহণ করে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে কাজ করব। আমার ২৬ বছরের শিক্ষকতা জীবনে কখনো পদ-পদবি নিয়ে ভাবিনি। সারা জীবন আমার মূল ভালোবাসা ছিল আমার ক্লাস রুম। আমি আপ্রাণ চেষ্টা করব সৎ-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার।’

এর আগে গত মঙ্গলবার প্রশাসনিক পদে নিজেদের পছন্দের লোক নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কার্যালয়ে দফায় দফায় কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষকদের মাঝে হট্টগোল হয়। হট্টগোলের সময় সাংবাদিকেরা প্রবেশ করতে গেলে আহ্বায়ক ও সদস্যসচিবের নেতৃত্বে বাধা দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের