হোম > শিক্ষা > ক্যাম্পাস

এআইইউবিতে গবেষকদের সঙ্গে চুক্তি সই

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) গবেষকদের সঙ্গে চুক্তি সই ও তাঁদেরকে চেক হস্তান্তরের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ‘অফিস অব রিসার্চ’ গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের গবেষকদের সঙ্গে এই চুক্তি সই ও তাঁদেরকে চেক হস্তান্তর করা হয়।

এআইইউবির গবেষকেরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিশেষ করে এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), এসডিজি-৪ (গুণমান শিক্ষা), এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো) এবং এসডিজি-১৭ (লক্ষ্যের জন্য অংশীদারত্ব)-এর ওপর গবেষণাকে গুরুত্ব দিয়েছেন।

এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য কারমেন জেড লামাগনা চুক্তি সই ও চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি গবেষকদের হাতে চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর, ডিন, ডিরেক্টর, রিসার্চ অফিসের ইনচার্জ এবং ফ্যাকাল্টি রিসার্চ কমিটির প্রতিনিধিরা।

অনুষ্ঠানে লামাগনা গবেষকদেরকে দিকনির্দেশনা দেন এবং বিভিন্ন অনুষদের ডিনরা তাদের মূল্যবান বক্তব্য দেন। এআইইউবির চারটি অনুষদ থেকে সাতটি প্রকল্পে মোট ১৫ জন গবেষক ও সহ-গবেষককে গবেষণার জন্য অনুদান দেওয়া হয়েছে।

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল