হোম > শিক্ষা > ক্যাম্পাস

এআইইউবিতে গবেষকদের সঙ্গে চুক্তি সই

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) গবেষকদের সঙ্গে চুক্তি সই ও তাঁদেরকে চেক হস্তান্তরের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ‘অফিস অব রিসার্চ’ গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের গবেষকদের সঙ্গে এই চুক্তি সই ও তাঁদেরকে চেক হস্তান্তর করা হয়।

এআইইউবির গবেষকেরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিশেষ করে এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), এসডিজি-৪ (গুণমান শিক্ষা), এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো) এবং এসডিজি-১৭ (লক্ষ্যের জন্য অংশীদারত্ব)-এর ওপর গবেষণাকে গুরুত্ব দিয়েছেন।

এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য কারমেন জেড লামাগনা চুক্তি সই ও চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি গবেষকদের হাতে চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর, ডিন, ডিরেক্টর, রিসার্চ অফিসের ইনচার্জ এবং ফ্যাকাল্টি রিসার্চ কমিটির প্রতিনিধিরা।

অনুষ্ঠানে লামাগনা গবেষকদেরকে দিকনির্দেশনা দেন এবং বিভিন্ন অনুষদের ডিনরা তাদের মূল্যবান বক্তব্য দেন। এআইইউবির চারটি অনুষদ থেকে সাতটি প্রকল্পে মোট ১৫ জন গবেষক ও সহ-গবেষককে গবেষণার জন্য অনুদান দেওয়া হয়েছে।

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি