হোম > শিক্ষা > ক্যাম্পাস

এআইইউবিতে গবেষকদের সঙ্গে চুক্তি সই

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) গবেষকদের সঙ্গে চুক্তি সই ও তাঁদেরকে চেক হস্তান্তরের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ‘অফিস অব রিসার্চ’ গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের গবেষকদের সঙ্গে এই চুক্তি সই ও তাঁদেরকে চেক হস্তান্তর করা হয়।

এআইইউবির গবেষকেরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিশেষ করে এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), এসডিজি-৪ (গুণমান শিক্ষা), এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো) এবং এসডিজি-১৭ (লক্ষ্যের জন্য অংশীদারত্ব)-এর ওপর গবেষণাকে গুরুত্ব দিয়েছেন।

এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য কারমেন জেড লামাগনা চুক্তি সই ও চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি গবেষকদের হাতে চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর, ডিন, ডিরেক্টর, রিসার্চ অফিসের ইনচার্জ এবং ফ্যাকাল্টি রিসার্চ কমিটির প্রতিনিধিরা।

অনুষ্ঠানে লামাগনা গবেষকদেরকে দিকনির্দেশনা দেন এবং বিভিন্ন অনুষদের ডিনরা তাদের মূল্যবান বক্তব্য দেন। এআইইউবির চারটি অনুষদ থেকে সাতটি প্রকল্পে মোট ১৫ জন গবেষক ও সহ-গবেষককে গবেষণার জন্য অনুদান দেওয়া হয়েছে।

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত

জকসুতে ২১ পদের ১৬টিতে শিবিরের জয়, কে কত ভোট পেলেন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ