হোম > শিক্ষা > ক্যাম্পাস

এআইইউবিতে গবেষকদের সঙ্গে চুক্তি সই

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) গবেষকদের সঙ্গে চুক্তি সই ও তাঁদেরকে চেক হস্তান্তরের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ‘অফিস অব রিসার্চ’ গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের গবেষকদের সঙ্গে এই চুক্তি সই ও তাঁদেরকে চেক হস্তান্তর করা হয়।

এআইইউবির গবেষকেরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিশেষ করে এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), এসডিজি-৪ (গুণমান শিক্ষা), এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো) এবং এসডিজি-১৭ (লক্ষ্যের জন্য অংশীদারত্ব)-এর ওপর গবেষণাকে গুরুত্ব দিয়েছেন।

এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য কারমেন জেড লামাগনা চুক্তি সই ও চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি গবেষকদের হাতে চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর, ডিন, ডিরেক্টর, রিসার্চ অফিসের ইনচার্জ এবং ফ্যাকাল্টি রিসার্চ কমিটির প্রতিনিধিরা।

অনুষ্ঠানে লামাগনা গবেষকদেরকে দিকনির্দেশনা দেন এবং বিভিন্ন অনুষদের ডিনরা তাদের মূল্যবান বক্তব্য দেন। এআইইউবির চারটি অনুষদ থেকে সাতটি প্রকল্পে মোট ১৫ জন গবেষক ও সহ-গবেষককে গবেষণার জন্য অনুদান দেওয়া হয়েছে।

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

জবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এ সেরা আইইউবি থিয়েটার

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ কনফারেন্স ২০২৫ শুরু