হোম > শিক্ষা > ক্যাম্পাস

অধ্যাপক সুলতান আহমেদ অ্যাওয়ার্ড পেলেন ১৫২ শিক্ষার্থী

অধ্যাপক সুলতান আহমেদ অ্যাওয়ার্ড পেলেন ১৫২ শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

বিএএস-ইমেরিটাস অধ্যাপক সুলতান আহমেদ চৌধুরী সায়েন্টিফিক ট্যালেন্ট নার্চার ফান্ড অ্যাওয়ার্ড বিতরণ করা হয়েছে। আজ শনিবার রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সারা দেশ থেকে নির্বাচিত ১৫২ জন শিক্ষার্থী মধ্যে সার্টিফিকেট ও বৃত্তি দেওয়া হয়।

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের উদ্যোগে স্কুল ও কলেজ পর্যায়ের জন্য আয়োজিত বিজ্ঞান প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে অধ্যাপক সুলতান আহমেদ অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এবং বিশেষ অতিথি ছিলেন সুলতান আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী।

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের (বিএএস) সভাপতি ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক ইমেরিটাস অধ্যাপক এম শমসের আলী এবং বিএএসের সেক্রেটারি অধ্যাপক হাছিনা খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সুলতান আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষে আরও উপস্থিত ছিলেন সালমা সামাদ, আরমান ও সাইফ। ইমেরিটাস অধ্যাপক সুলতান আহমেদ চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন