হোম > শিক্ষা > ক্যাম্পাস

চট্টগ্রাম কলেজে মানসম্পন্ন ক্যানটিন চাই

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম কলেজ দেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজটি চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় অবস্থিত। এ কলেজের শিক্ষার্থীদের জন্য রয়েছে নানান সুযোগ-সুবিধা। রয়েছে কলেজের ভেতরে বিশাল আকৃতির ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড, দ্বিতল মসজিদ, বিশাল গ্রন্থাগার, শিক্ষার্থীদের আলাদা মিলনায়তন, জিমনেসিয়াম ইত্যাদি।

এত কিছুর পরেও কলেজটিতে রয়েছে মানসম্পন্ন ক্যানটিনের অভাব। কলেজ ক্যাম্পাসে ক্যানটিন না থাকায় শিক্ষার্থীদের কলেজের বাইরে গিয়ে খাবার খেতে হয়। কলেজের আশপাশের রেস্তোরাঁ বা দোকানগুলোতে খাবারের মূল্য বেশি এবং সেগুলো অস্বাস্থ্যকর বটে।

উচ্চ দ্রব্যমূল্যের বাজারে নাগরিক জীবন যেখানে সংকটাপন্ন, সেখানে শিক্ষার্থীদের অবস্থা আরও বেশি বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা শিক্ষার্থীদের সংকটময় জীবন যাপন করতে হচ্ছে। মেসে কিংবা হলের প্রতি মিলের মূল্য প্রায় ৫০ টাকা। মাসে ৬০টি মিল হলে মাস শেষে তা দাঁড়ায় ৩ হাজার টাকার মতো। অন্যদিকে এক দিনের নাশতায় ৮০ থেকে ১০০ টাকা প্রয়োজন। ফলে মাস শেষে শিক্ষার্থীদের খাবারের পেছনে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করতে হয়।

কলেজ ক্যাম্পাসে একটি মানসম্পন্ন ক্যানটিন এ সমস্যার সমাধান করতে পারে। তাতে শিক্ষার্থী ও শিক্ষকদের সুবিধা হবে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আহছানুল করিম , শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন