হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিইউএফটিতে ফ্যাশন শোতে উঠে এল শিক্ষার্থীদের সৃজনশীলতা

বিইউএফটিতে ফ্যাশন শোতে উঠে এল শিক্ষার্থীদের সৃজনশীলতা। ছবি: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ফ্যাশন স্টাডিজ বিভাগের আয়োজনে ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে ‘দ্যা গ্রেট কামব্যাক’ শীর্ষক এক ফ্যাশন শো। এতে বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থীদের সৃজনশীল কাজ তুলে ধরা হয় ফ্যাশন, নাটক ও নৃত্যের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রদর্শিত হয় জুলাই বিপ্লব, সুন্দরবন এবং সাংস্কৃতিক উপাদান; যেমন নাট্য নিবেদন, ভরতনাট্যম ও পালকি দ্বারা অনুপ্রাণিত সংগ্রহ। বিশিষ্ট মডেল সাদিয়া ইসলাম মৌয়ের উপস্থিতি, ক্লাসিক্যাল নৃত্য, লোকসংগীত আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। এতে উপস্থিত ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান, বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব, শারমিন হাসান, বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, এমইউ বিগডেটা টেকনোলজি কো. লিমিটেডের ফাউন্ডার ও সিইও লুও জিয়ানজুন (মিস্টার লুইস) এবং এমইউ বিগডেটা টেকনোলজি কো. লিমিটেডের পার্টনার ও সিএমও ঝু লিনহাই (মিস্টার আয়ারনহাইড)।

ইভেন্টটি ফিলিস্তিনের ক্ষতিগ্রস্তদের প্রতি একটি গভীর আবেগপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে শেষ হয়, যার পরবর্তী অংশে ছিল আশা এবং সংহতির প্রতীক হিসেবে ডিজাইনগুলো। ফ্যাশন স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া তাসনিম পিয়ার তত্ত্বাবধানে শোটি বিইউএফটির প্রতিভা, সৃজনশীলতা এবং স্থিতিস্থাপকতা বিকাশের প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করেছিল। দ্যা গ্রেট কামব্যাক শুধু একটি ফ্যাশন শো ছিল না, এটি একটি গভীর সাংস্কৃতিক, ঐক্যের এবং শিল্প পুনরুত্থানের উদ্‌যাপন ছিল।

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন