হোম > শিক্ষা > ক্যাম্পাস

স্বীকৃতি পেলেন আইইউবিএটির শিক্ষার্থীরা

ক্যাম্পাস ডেস্ক 

শুধু সনদ বা শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নয়; জ্ঞানচর্চার পরিধি ছড়িয়ে পড়েছে গবেষণার ক্ষেত্রেও। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) আয়োজন করা হয়েছে গবেষণা উৎকর্ষ সম্মাননা অনুষ্ঠান ২০২৫।

২ জুলাই বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজন করা হয় ব্যতিক্রমী এই অনুষ্ঠানের। উদ্যোগের পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের গবেষণাপ্রতিষ্ঠান মিয়ান রিসার্চ ইনস্টিটিউট। এর মূল লক্ষ্য, গবেষণাভিত্তিক শিক্ষা-সংস্কৃতিকে জোরদার করা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চর্চায় প্রেরণা জোগানো।

অনুষ্ঠানের সূচনা করেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাজল সাহা। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ ও মিয়ান ইনস্টিটিউটের নির্বাহী সদস্য অধ্যাপক সেলিনা নারগিস। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. জাহিদ হোসেন, আমন্ত্রিত গবেষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপাচার্য ড. আব্দুর রব বলেন, ‘আইইউবিএটির শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা কৃষি, প্রকৌশল, ব্যবসা, জনস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সময়োপযোগী সমস্যার সমাধানে গবেষণা একটি অপরিহার্য মাধ্যম। এই ধারা অব্যাহত রাখতে গবেষকদের উৎসাহ দেওয়া অত্যন্ত জরুরি।’

অনুষ্ঠানের শেষাংশে নির্বাচিত গবেষকদের হাতে তুলে দেওয়া হয় সনদ ও সম্মাননা স্মারক। মুখে প্রশান্তির হাসি, চোখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন—এই ছিল দিনটির সবচেয়ে আলোঝলমলে মুহূর্ত।

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি