হোম > শিক্ষা > ক্যাম্পাস

সবুজ পৃথিবী গড়ার লক্ষ্য আর্থ ক্লাবের

ফিচার ডেস্ক

পরিবেশদূষণ বর্তমান পৃথিবীর জন্য একটি গুরুতর সমস্যা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আর্থ ক্লাব পরিবেশ সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি ও নতুন প্রজন্মকে পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলতে কাজ করছে। তারা অব্যবহৃত প্লাস্টিকের বোতল বা অন্য যেকোনো প্লাস্টিকপণ্যের বিনিময়ে গাছ ও বই দিচ্ছে।

‘গ্রিন টার্নিং-এক্সচেঞ্জ ইভেন্ট’-এর মাধ্যমে ১০০টি মাইক্রোপ্ল্যান্ট ও বই বিতরণ করে বৃক্ষরোপণ ও সংরক্ষণে উৎসাহিত করেছে। ২০২৩ সালে ‘স্টেপ টুওয়ার্ডস কনসারভিং আর্থ’ এই আদর্শবাণীকে সামনে রেখে তাদের যাত্রা শুরু হয়। তারা ক্যাম্পাসে পরিচ্ছন্নতা, গাছ লাগানো এবং প্লাস্টিক পুনর্ব্যবহারের মতো কার্যক্রম পরিচালনা করছে।

এ পর্যন্ত ১৭টি প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছে, এগুলোর মধ্যে চারটি স্কুল ক্যাম্পেইন, প্রশিক্ষণ কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতা অন্তর্ভুক্ত। ৫০০ শিক্ষার্থী পরিবেশবিষয়ক প্রশিক্ষণ পেয়েছে, ৬৮টি গাছের রক্ষণাবেক্ষণ হয়েছে এবং প্রায় ২০০ কেজি প্লাস্টিক পুনর্ব্যবহার করা হয়েছে।

প্লাস্টিক এক্সচেঞ্জ ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে প্লাস্টিকমুক্ত করার জন্য প্রতি কেজি প্লাস্টিকের বিনিময়ে গাছ বা বই বিতরণ করা হচ্ছে। এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি ও ক্যাম্পাসে ময়লার ঝুড়ি স্থাপন করা হয়েছে, যা পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ক্লাবের সভাপতি তাসরিফ মল্লিক বলেন, ‘ভবিষ্যতে আমাদের আরও কার্যকরী পরিকল্পনা গ্রহণ করতে হবে। স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা বাড়ানো এবং পরিবেশবান্ধব কার্যক্রমকে আরও সম্মানিত করার জন্য কাজ করতে হবে।’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি