হোম > শিক্ষা > ক্যাম্পাস

বুটেক্স দিবস পালন

আলভী আহমেদ

১৩ পেরিয়ে ১৪ বছরে পা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। ২০১০ সালে কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি। সেই সময় থেকে প্রতিবছর ২২ ডিসেম্বর ‘বুটেক্স দিবস’ 
পালন করা হয়।

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনভর অনুষ্ঠিত হয়েছে বুটেক্সের ১৩তম জন্মদিন। সকালে কেক কেটে আয়োজনের কর্মসূচি শুরু হয়। পরে ব্যানার ও ফেস্টুন নিয়ে বের হয় আনন্দ শোভাযাত্রা। ঘোড়ার গাড়িসহ আনন্দ শোভাযাত্রাটি তেজগাঁওয়ের বিভিন্ন সড়কে ঘুরে ক্যাম্পাসে ফিরে আসে। শোভাযাত্রা শেষে ক্যাম্পাসে পায়রা ওড়ানোর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের মাঠে স্মৃতিচারণার আয়োজন করা হয়। এ সময় উপাচার্য অধ্যাপক  ড. শাহ আলিমুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন করেছে বুটেক্স। উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান আয়োজন সফল করার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান আরও শিক্ষার্থী উপস্থিত থাকলে আয়োজন পূর্ণাঙ্গ হতো।’ উপাচার্য জানান, ভবিষ্যতে বুটেক্স দিবসের আয়োজন হবে আরও বর্ণিল।

আলভী আহমেদ, শিক্ষার্থী, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত