হোম > শিক্ষা > ক্যাম্পাস

এআইইউবিতে শিক্ষার্থীদের পর্যটন নিরাপত্তা নিয়ে সেমিনার

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও গোলটেবিল বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘শিক্ষার্থীদের পর্যটন নিরাপত্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জুন টুরিস্ট পুলিশ বাংলাদেশের সহযোগিতায় এআইইউবিতে এই অনুষ্ঠান হয়। 

সেমিনারের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের জন্য নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ নিশ্চিত করার ওপর গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করা। শিক্ষার্থীদের পর্যটন নিরাপত্তা বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা রাউন্ড টেবিল-১ এবং গোলটেবিল বাংলাদেশের সাবেক সভাপতি এজাজ মাহমুদ রনি। এ সময় তিনি পর্যটন খাতের বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যটন নিরাপত্তা, নতুন আন্তর্জাতিক বিমানবন্দর এবং মেরিন ড্রাইভের মতো সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম ডি নাইমুল হক পিপিএম, পুলিশ সুপার, ঢাকা অঞ্চল, টুরিস্ট পুলিশ বাংলাদেশ। উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান, প্রভাষক, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদ, এআইইউবি; মোমেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা অঞ্চল, টুরিস্ট পুলিশ বাংলাদেশ। 

আলোচকেরা পর্যটকদের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ এবং টুরিস্ট পুলিশ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পর্যটন শিল্পের সম্প্রসারণ, বিশ্ববিদ্যালয়ের পর্যটন বিষয়ক একাডেমিক প্রোগ্রাম, শিক্ষার্থীদের ভ্রমণ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন প্রয়োগকারী উদ্যোগ, স্মার্ট টুরিস্ট পুলিশের প্রযুক্তি, যোগাযোগ, নিরাপত্তা এবং সম্পৃক্ততা নিয়ে বিশদ আলোচনা করেন। 

সেমিনারে সমাপনী বক্তব্য দেন এআইইউবির ভাইস চ্যান্সেলর প্রফেসর সাইফুল ইসলাম। তিনি বক্তব্যে টুরিস্ট পুলিশ বাংলাদেশ এবং রাউন্ড টেবিল বাংলাদেশকে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি