হোম > শিক্ষা > ক্যাম্পাস

আগামী ১০ বছরে সবাই আমাদের সৃজন ও অগ্রগতি বুঝতে পারবে

পল্লব আহমেদ সিয়াম

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় গত ২২ নভেম্বর ৪৫ বছরে পদার্পণ করল। একুশ শতকের উপযোগী গ্র্যাজুয়েট, দক্ষ মানবসম্পদ তৈরিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। সাক্ষাৎকার নিয়েছেন আজকের পত্রিকার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি পল্লব আহমেদ সিয়াম

প্রশ্ন: ৪৪ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয় মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে কতটা সফল বলে আপনার মনে হয়?
উত্তর: বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য থাকা উচিত জ্ঞান সৃজন ও জ্ঞান বিতরণ। পঠনপাঠনের সার্বিক দিক থেকে আমরা ঠিকই আছি। হয়তো উন্নত দেশগুলোর শিক্ষার মানের থেকে পিছিয়ে আছি। কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।  আমাদের যথেষ্ট অগ্রগতি হয়েছে। আগামী ১০ বছরে সবাই আমাদের সৃজন ও অগ্রগতি বুঝতে পারবে। 

প্রশ্ন: ৪৪ বছরে গবেষণার ক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে আপনার মূল্যায়ন কী?
উত্তর: গবেষণার ক্ষেত্রে ব্র্যান্ডিংটা আছে কি না, সে ব্যাপারে আমি খুব বেশি নিশ্চিত নই। আমাদের গবেষক সংখ্যা ও শিক্ষকদের মনোনিবেশ উল্লেখযোগ্য। প্রশাসন গবেষকদের বিভিন্নভাবে উৎসাহ দিয়ে থাকে। গবেষকদের জন্য বিভিন্ন সহযোগিতা চালু রেখেছে। শুধু ইসলামী বিশ্ববিদ্যালয় নয়, দেশের গবেষক যাঁরা, তাঁরাও বিশ্বের ভালো জার্নালে জায়গা করে নিতে পারেননি।

প্রশ্ন: আবাসিক হলগুলোতে খাবারের দামের সঙ্গে শিক্ষার্থীরা কুলিয়ে উঠতে পারছেন না। হলগুলোতে ভর্তুকি বাড়ানোর ব্যাপারে কোনো পরিকল্পনা আছে? 
উত্তর: জীবনে কোনো বিশ্ববিদ্যালয় এই সমস্যার পুরো সমাধান করতে পারবে না। এখানে ব্যবস্থাপনার সমস্যা আছে। অতৃপ্তি থাকলেও আবাসিক হলের থেকে বেশি আশা করাটাও ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। এই সময় শিক্ষার্থীরা যে খাবার খাচ্ছে, এটা তাদের জন্য একেবারেই কাম্য নয়। আমরা কয়েক মাস আগে ভর্তুকি বাড়িয়েছি। এগুলো চাইলেই তো পারি না। ইচ্ছা আছে কিন্তু সাধ্য নেই। আমার সন্তানদের যে খাবার দেব, তা দিতে পারি না। তবে আমাদের যতটুকু দেওয়ার, আমরা চেষ্টা করছি। 

প্রশ্ন: বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নেই। আপনি কি এ ব্যাপারে কিছু ভাবছেন? 
উত্তর: এটা অনেক বিশ্ববিদ্যালয়েই নেই। পুরো বাংলাদেশের কথা বাদ দিয়ে তো আমি একা ভাবতে পারি না। যদি বিশ্ববিদ্যালয়গুলো একমত হয় ছাত্র সংসদ নিশ্চিত করার ব্যাপারে, তাহলে আমরাও তাদের সঙ্গে থাকব।

প্রশ্ন: সরকারঘোষিত স্মার্ট বাংলাদেশের পক্ষে স্মার্ট ক্যাম্পাস নিয়ে আপনি কী কী উদ্যোগ গ্রহণ করছেন?
উত্তর: সময়মতো কার্য সম্পাদন হলো স্মার্ট কাজ। আমরা এখনই আমাদের ক্যাম্পাসকে স্মার্ট ক্যাম্পাস ঘোষণা করব, বিষয়টা এমন নয়। কখন কীভাবে স্মার্ট ক্যাম্পাসে যাব, তা-ও বলা যাচ্ছে না। আমরা এরই মধ্যে ইপেমেন্ট ও প্রাতিষ্ঠানিক মেইল সেবা বাস্তবায়ন করেছি। ডিজিটাল বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল করেছি। ধীরে ধীরে স্মার্ট ক্যাম্পাস হবে। 

প্রশ্ন: স্মার্ট ক্যাম্পাস ও অনলাইন ক্লাস—এগুলোর জন্য দরকার উচ্চক্ষমতাসম্পন্ন ইন্টারনেট। এ ব্যাপারে প্রশাসনের পরিকল্পনা কী?
উত্তর: আমি আইসিটি সেলকে বলে দিয়েছি, প্রজেক্ট দিন, আমি টাকাপয়সা দিয়ে দেব। এটা পরিকল্পনায় আছে। আমরা খুবই দ্রুত বেনিফিট দেখতে চলেছি।

প্রশ্ন: বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই।
উত্তর: আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে দ্রুত দৌড়াতে চাই না। ঠিক যতটুকু প্রয়োজন, ধীরে ধীরে প্রয়োজনমতো এগোতে চাই। নির্দিষ্ট সময়ে যতটুকু সম্ভব মানোন্নয়ন করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করব।

প্রশ্ন: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ৩ বছর পার করেছেন। উপাচার্য হিসেবে আপনার সফলতা-ব্যর্থতার মূল্যায়নে কী বলবেন।
উত্তর: আমার সাফল্য বা ব্যর্থতার মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা করতে পারবেন। নিজের সাফল্য বা ব্যর্থতার মূল্যায়ন নিজে করা যায় না। তবে বলতে পারি, অনেক প্রতিবন্ধকতার মধ্যে থেকেও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো খাত উন্নতির দিকে রয়েছে। আমার ৩ বছরে বিশ্ববিদ্যালয় অহেতুক এক দিনও বন্ধ হয়নি। এটা একটা বড় ব্যাপার এই বিশ্ববিদ্যালয়ের জন্য। 

প্রশ্ন: বিভিন্ন ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে ১৭৮ দিন। মাসের হিসাবে ৬ মাস। প্রতি সোমবারের অনলাইন ক্লাস প্রায় বন্ধই বলা যায়। প্রতি সোমবারে আরও ৫২ দিন। মাসের হিসাবে ১ মাস ২২ দিন। মোট ৭ মাস ২০ দিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে। এতে সেশনজট আরও বাড়বে বলে জানিয়েছেন শিক্ষকেরা। এ ব্যাপারে প্রশাসনের ভাবনা কী? 
উত্তর: ছুটির ব্যাপারে আমাদের অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে দেখতে হবে। এমন তো না যে মারামারির কারণে এত দিন ছুটি। স্টেকহোল্ডাররা যদি মনে করেন, ছুটি কিছু কমানো যায়, তাহলে তাঁদের সেই তালিকা দিতে আহ্বান করব। আমরা সেটা বিবেচনা করব। নতুন বছরে সোমবারের বিষয়টা তুলে দেওয়ার চেষ্টা করব। তবে অনলাইন ক্লাস সোমবার, এটা ছুটির মধ্যে পড়ে না। এই দিন শিক্ষকেরা অনলাইন ক্লাসের উপস্থিতি বিবেচনা করেন এবং দাপ্তরিক কার্যক্রম চালু থাকে।

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি