হোম > শিক্ষা > ক্যাম্পাস

যবিপ্রবিতে পাঠকবন্ধুর উদ্যোগে বৈশাখী কুইজ

মোতালেব হোসাইন

বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘পাঠকবন্ধু বৈশাখী কুইজ ১৪৩২’। এই কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

এই প্রতিযোগিতায় যবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশ নেন। বাংলার ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, বৈশাখী ঐতিহ্য এবং দেশের সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে সাজানো প্রশ্নাবলি কুইজকে করে তোলে প্রাণবন্ত ও তথ্যসমৃদ্ধ।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারীরা একটি নির্দিষ্ট বক্স থেকে এক এক করে পাঁচটি প্রশ্ন তোলেন এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেন। যাঁরা পাঁচটি প্রশ্নের মধ্যে পাঁচটির সঠিক উত্তর দেন, তাঁদের মধ্য থেকে নির্বাচিত ১০ জন বিজয়ীকে দেওয়া হয় বই উপহার। এ ছাড়া বাকিদের বিজয়ীদের কলম ও চকলেট দেওয়া হয়।

অনুষ্ঠানে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন এবং পাঠকবন্ধু যবিপ্রবি শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বৈশাখী মেলার সঙ্গে পাঠকবন্ধুর এই কুইজ প্রতিযোগিতা একটি দারুণ সংযোজন। বাঙালি ইতিহাস-সংস্কৃতির চর্চা না করলে তা একসময় হারিয়ে যাবে। বর্তমান প্রজন্মের মধ্যে ইতিহাস ও সংস্কৃতিচর্চা বাড়ানোর জন্য এই ধরনের উদ্যোগ অপরিহার্য।’

কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী বক্তৃতায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, ‘বছরের এই বিশেষ দিনটি আমাদের জন্য উদ্‌যাপনের উপলক্ষ। আজকের কুইজ আয়োজন ইতিহাসের সঙ্গে আমাদের সংযোগ আরও দৃঢ় করেছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, দপ্তরের সহকারী পরিচালক এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শফি আহমেদ ও সহকারী অধ্যাপক মো. সুমন রানাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং পাঠকবন্ধুর সদস্যরা। উপস্থিত ছিলেন পাঠকবন্ধু সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির শেখ সাদী ও মোতালেব হোসাইন, শাখার সভাপতি আবদুল আহাদ সৈকত, সহসভাপতি রকিবুল হাসান রকিব, কোষাধ্যক্ষ আরাফাত হোসাইনসহ অন্য সদস্যরা।

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত