হোম > শিক্ষা > ক্যাম্পাস

শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে এআইইউবির এমপিএইচ শিক্ষার্থীরা

শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে এআইইউবির এমপিএইচ শিক্ষার্থীরা।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের শিক্ষার্থীরা সম্প্রতি শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বাস্তব জ্ঞান অর্জনের লক্ষ্যে তারা গাজীপুরে অবস্থিত রিডিশা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তিনটি কারখানা— রিডিশা নিটেক্স, রিডিশা ফুড অ্যান্ড বেভারেজ এবং ফর্মুলা ওয়ান স্পিনিং— পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা শিল্প কারখানায় স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ, পেশাগত ঝুঁকি ও ঝুঁকি প্রতিরোধ ব্যবস্থা সরাসরি পর্যবেক্ষণ করেন। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা ঝুঁকি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রস্তুত করেন, যা এআইইউবির আউটকাম-ভিত্তিক শিক্ষাক্রমের বাস্তব প্রয়োগকে প্রতিফলিত করবে।

এআইইউবির পাবলিক হেলথ বিভাগের প্রধান ড. ওয়াসিফ আলম বলেন, ‘এই সফর শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে গভীর ধারণা দেবে।’

শিক্ষার্থীরা রিডিশা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্তৃপক্ষকে তাদের কারখানা পরিদর্শনের সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। এআইইউবি ভবিষ্যতেও শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষার অভিজ্ঞতা দিতে এমন কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস