হোম > শিক্ষা > ক্যাম্পাস

শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে এআইইউবির এমপিএইচ শিক্ষার্থীরা

শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে এআইইউবির এমপিএইচ শিক্ষার্থীরা।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের শিক্ষার্থীরা সম্প্রতি শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বাস্তব জ্ঞান অর্জনের লক্ষ্যে তারা গাজীপুরে অবস্থিত রিডিশা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তিনটি কারখানা— রিডিশা নিটেক্স, রিডিশা ফুড অ্যান্ড বেভারেজ এবং ফর্মুলা ওয়ান স্পিনিং— পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা শিল্প কারখানায় স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ, পেশাগত ঝুঁকি ও ঝুঁকি প্রতিরোধ ব্যবস্থা সরাসরি পর্যবেক্ষণ করেন। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা ঝুঁকি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রস্তুত করেন, যা এআইইউবির আউটকাম-ভিত্তিক শিক্ষাক্রমের বাস্তব প্রয়োগকে প্রতিফলিত করবে।

এআইইউবির পাবলিক হেলথ বিভাগের প্রধান ড. ওয়াসিফ আলম বলেন, ‘এই সফর শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে গভীর ধারণা দেবে।’

শিক্ষার্থীরা রিডিশা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্তৃপক্ষকে তাদের কারখানা পরিদর্শনের সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। এআইইউবি ভবিষ্যতেও শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষার অভিজ্ঞতা দিতে এমন কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি