হোম > শিক্ষা > ক্যাম্পাস

৩য় ব্রুডা আইভি ন্যাশনাল ডিবেট: চ্যাম্পিয়ন ইউআইইউ

ক্যাম্পাস ডেস্ক

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (ইউআইইউডিসি) ‘উপায় প্রেজেন্টস ৩য় ব্রুডা আইভি ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৩’ শীর্ষক দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। ডিবেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ড এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে ছিল বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং অ্যাসোসিয়েশন (ব্রুডা)।

এবারের ডিবেট চ্যাম্পিয়নশিপে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয় এবং চুয়েট, রুয়েট, ইউআইইউসহ মোট ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। ইউআইইউডিসি ফাইনাল রাউন্ডে শক্তিশালী প্রতিপক্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ইউআইইউ ডিবেট ক্লাবের দুই বিতার্কিক ছিলেন ডেটা সায়েন্স বিভাগের আবদুল্লাহ আল হাবিব বাঁধন ও অর্থনীতি বিভাগের কে এম ইসমাইল সাফা। বাঁধন ডিবেটার অব দ্য টুর্নামেন্ট এবং ডিবেটার অব দ্য ফাইনাল দুটি স্বীকৃতি অর্জন করেন। কে এম ইসমাইল সাফা তৃতীয় সেরা বক্তা হওয়ার গৌরব অর্জন করেন।

ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বিজয়ী সদস্যদের জাতীয় পর্যায়ে এই শ্রেষ্ঠত্ব অর্জনে অভিনন্দন জানান। এ ছাড়া তিনি ইউআইইউ শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন।

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা