বৃহত্তর চট্টগ্রাম জেলার অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজ। দেড় শ বছরের ঐতিহ্যে গড়ে ওঠা এই বিদ্যাপীঠ উঁচু-নিচু পাহাড় ও সমতলভূমির ওপর স্থাপিত একটি অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান।
চট্টগ্রাম কলেজে সম্প্রতি একটি ১০ তলা ভবন চালু করা হয়েছে। ভবনটিতে একাধিক বিভাগের শ্রেণি ও দাপ্তরিক কার্যক্রম চালু আছে।
বিভাগগুলোর মধ্যে আছে গণিত, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও পরিসংখ্যান। এ ছাড়া ভবনটিতে চলে স্নাতক ও স্নাতকোত্তর (পাস) কোর্সের শ্রেণি কার্যক্রম। প্রতিদিন এক হাজারের মতো শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারী এই ভবনের বিভিন্ন তলায় যাতায়াত করেন। শিক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী ও শারীরিক অসুস্থতা নিয়েও অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশ নিয়ে থাকেন। এ ছাড়া শিক্ষকদের মধ্যেও অনেকে শারীরিক অসুস্থতায় ভুগছেন। সিঁড়ি ব্যবহার করে তাঁদের ১০ তলা ভবনের বিভিন্ন তলার নানা কার্যক্রমে অংশ নেওয়া খুবই কষ্টকর।
কলেজের ১০ তলা ভবনে শিক্ষা কার্যক্রম শুরুর কয়েক মাস পেরিয়ে গেলেও লিফটসংক্রান্ত সমস্যার প্রতিকার মেলেনি এখনো। শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারীরা অবিলম্বে লিফটের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।