হোম > শিক্ষা > ক্যাম্পাস

এআইইউবি গথিক সাহিত্যের নানামুখী আয়োজন

মমতাজ জাহান মম, ঢাকা

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগ মঞ্চস্থ করল ‘এক্সপ্লোরিং দ্য গথিক ইন লিটারেচার’ শীর্ষক ‘গথিক’ সাহিত্যের নানামুখী আয়োজন। ১১ অক্টোবর বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এআইইউবির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।

এতে বিভাগের শিক্ষার্থীরা প্রখ্যাত উপন্যাস ও কবিতার নাট্যরূপ, নাচসহ ব্যতিক্রমী বিভিন্ন বিষয় পরিবেশন করেন। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিহাব সাকিব এবং অন্যান্য শিক্ষক।

পুরো অনুষ্ঠান উপস্থাপনায় দুজন শিক্ষার্থী জনপ্রিয় কাল্পনিক চরিত্র ‘ওয়েনেসডে এডমস’ ও ‘কাউন্ট ড্রাকুলা’রূপে মঞ্চে এসে দর্শকদের চমকে দেন। ‘গথিক’ সাহিত্যের প্রবাদপ্রতিম লেখক এডগার অ্যালেন পোর কবিতা ‘দ্য কনকিউর ওর্ম’ দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর একে একে মেরি শেলির ফ্রাংকেনস্টাইনের কিছু অংশের নাট্যরূপ, এমিলি ডিকেনসনের ‘আই ফেল্ট আ ফিউনারেল ইন মাই ব্রেইন’ আবৃত্তি করা হয়। এরপর ইংরেজি ঔপন্যাসিক শার্লট বন্ট্রির বিখ্যাত ‘জেন আইয়ার’-এর নাট্যরূপ মঞ্চায়িত হয়। অনুষ্ঠানে পর্যায়ক্রমে আরও প্রদর্শিত হয়েছে রবার্ট ব্রাউনিংয়ের কবিতা ‘পোরফাইরিয়াস লাভার’-এর বাংলা অনুবাদের নাট্যরূপ এবং স্টেফেন কিংয়ের সাইকোলজিক্যাল থ্রিলার ‘সিক্রেট উইন্ডো’। এ ছাড়া অনুষ্ঠানে ছিল একটি ভৌতিক নৃত্য পরিবেশনা।

ইংরেজি অনুষদের সহকারী অধ্যাপক শিহাব সাকিব বলেন, ‘শিক্ষার্থীদের সাহিত্যের প্রতি অনুরাগী করা এবং তাদের সৃজনশীলতার বহিঃপ্রকাশের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে এই আয়োজন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সব সময় এ ধরনের অংশগ্রহণমূলক আয়োজনকে উদ্বুদ্ধ ও পৃষ্ঠপোষকতা করে আসছে।’

অনুষ্ঠান সমাপনীতে কলাকুশলী ও স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট বিতরণ করা হয়।

নিকাব বিতর্কে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউএপির দুই শিক্ষক চাকরিচ্যুত, ক্লাস বন্ধ

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি