হোম > শিক্ষা > ক্যাম্পাস

খুলনা বিশ্ববিদ্যালয়ে এইচআরএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

খুবি প্রতিনিধি 

খুলনা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘এইচআরএমএএকেইউ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, ‘উচ্চশিক্ষা কেবল পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাস্তব অভিজ্ঞতা ও প্রাসঙ্গিক জ্ঞান দ্বারা সমৃদ্ধ হতে হয়। অ্যালামনাইরা তাদের কর্মক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা দিয়ে কারিকুলামকে আরও যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

উপাচার্য আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত। তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম থাকা জরুরি। এ লক্ষ্যে ট্রেসার স্টাডির মাধ্যমে একটি আধুনিক ও তথ্যসমৃদ্ধ ডেটাবেইস তৈরির কাজ চলছে, যা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনায়ও কাজে লাগবে।’

বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের সাবেক ডিন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, বর্তমান ডিন অধ্যাপক ড. মো. নূর আলম এবং এইচআরএম ডিসিপ্লিনপ্রধান প্রসেনজিৎ তরফদার। বক্তব্য দেন সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম ও তাসনিয়া জান্নাত।

অনুষ্ঠানে নবগঠিত অ্যালামনাই কমিটির আহ্বায়ক মো. মেহেদী হাসান মাসুদের সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের মিশন ও ভিশন উপস্থাপন করেন সদস্যসচিব এহসানুল হক। সূচনা বক্তব্য দেন যুগ্ম সদস্যসচিব তারিকুল ইসলাম তাজ। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, আহ্বায়ক কমিটির সদস্য ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর