হোম > শিক্ষা > ক্যাম্পাস

সাউথইস্ট ইউনিভার্সিটিতে দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন। ছবি: সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটির ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেস (সিপিডিএস) বিভাগ ইউএনডিপির ফিউচারনেশনের সহযোগিতায় ‘ইমপ্লয়েবিলিটি মাস্টার ক্লাস অ্যান্ড স্কলারশিপ অ্যাওয়ার্ডিং সেরিমনি’ শীর্ষক দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে। গত ১১ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠান হয়।

সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম মোফাজ্জল হোসেন। সিপিডিএস পরিচালক মোহাম্মদ নাজমুদদোজা স্বাগত বক্তব্য দেন। ফিউচারনেশন ইউএনডিপির প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট ও ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার দেবাশীষ রায়ও বক্তব্য দেন।

গ্রামীণফোনের ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স (পি অ্যান্ড ও) বিভাগের প্রধান মি. রিফাকাত রশিদ ক্যারিয়ার সেশন পরিচালনা করেন। পরে, ফিউচারনেশন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্রিটিশ কাউন্সিল কোর্সের জন্য ৯১৫টি এবং টেক কোর্সের জন্য ২০০টি স্কলারশিপ প্রদান করে। এ ছাড়া, রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, সিএসই এবং ইইই বিভাগের চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজের সচিব, সিএমএলের পরিচালক এবং বিভিন্ন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত

জকসুতে ২১ পদের ১৬টিতে শিবিরের জয়, কে কত ভোট পেলেন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ