হোম > শিক্ষা > ক্যাম্পাস

এনএসইউ স্টার্টআপস নেক্সট আয়োজিত সভায় অভিজ্ঞতা তুলে ধরলেন সাদিয়া হক

এনএসইউ স্টার্টআপস নেক্সট আয়োজিত সভায় অভিজ্ঞতা তুলে ধরলেন সাদিয়া হক। ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্টার্টআপস নেক্সট গত বুধবার দেশের শীর্ষস্থানীয় অনলাইন ভ্রমণ প্রযুক্তি নির্ভর স্টার্টআপ ‘শেয়ার ট্রিপ’-এর সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সফল স্টার্টআপ প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করার কৌশল তুলে ধরেন শেয়ার ট্রিপের সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তরুণ উদ্যোক্তা এবং শিক্ষকরাও অংশ নেন।

এনএসইউ স্টার্টআপস নেক্সটের সমন্বয়ক কাজী তাফসিরুল ইসলাম ও ফায়েজ ইবনে হোসেন সেমিনারটি সঞ্চালনা করেন। বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে সাদিয়া হকের স্টার্টআপ দাঁড় করানোর অভিজ্ঞতা অনুষ্ঠানে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের মাঝে ভিন্ন কিছু করার অনুপ্রেরণা তৈরি করে।

প্রাথমিক পর্যায়ের উদ্যোক্তাদের জন্য ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের গুরুত্ব তুলে ধরে সাদিয়া হক বলেন, প্রাথমিক পর্যায়ে পণ্য বা সেবার চেয়ে একজন উদ্যোক্তার জন্য যোগাযোগ দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ। আপনার আইডিয়া বিক্রি করা গুরুত্বপূর্ণ নয়। নিজেকে বিক্রি করা জরুরি।

প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি অতিথির কাছে উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। আন্তর্জাতিক স্টার্টআপগুলোর সঙ্গে তাল মিলিয়ে উদ্যোক্তাদের শক্তিশালী করে তুলতে কাজ করে যাচ্ছে এনএসইউ স্টার্টআপস নেক্সট। পাশাপাশি বাংলাদেশকে স্টার্টআপ অগ্রযাত্রায় এগিয়ে নেওয়ার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বিভিন্ন স্টার্টআপ ইনকিউবেটরগুলো।

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত

জকসুতে ২১ পদের ১৬টিতে শিবিরের জয়, কে কত ভোট পেলেন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ