হোম > শিক্ষা > ক্যাম্পাস

হংকংয়ে পিএইচডি ফেলোশিপের সুযোগ

ফিচার ডেস্ক

হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বিনা মূল্যে পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। এই প্রোগ্রাম বিজ্ঞান, প্রযুক্তি, সামাজিকবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিকসহ বিভিন্ন ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি দিয়ে থাকে। ফেলোশিপটি শিক্ষার্থীদের গবেষণায় যুক্ত রাখতে এবং তাঁদের নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে উৎসাহিত করে। 

যে বিশ্ববিদ্যালয়গুলোতে যোগদানের সুযোগ রয়েছে 
সিটি ইউনিভার্সিটি অব হংকং, হংকং ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়, লিংনান বিশ্ববিদ্যালয়, চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং, হংকংয়ের শিক্ষা বিশ্ববিদ্যালয়, হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি, হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং হংকং বিশ্ববিদ্যালয়।

সুযোগ-সুবিধা

  • বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তির ব্যবস্থা। 
  • সম্মেলন, গবেষণা এবং ভ্রমণ ভাতা। 
  • সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব সুবিধা।

আবেদনের যোগ্যতা
সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করা আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভালো প্রাতিষ্ঠানিক ফল, গবেষণা ক্ষমতা এবং নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা
নির্দিষ্ট বয়সসীমা নেই। তবে প্রার্থীর স্নাতকোত্তর শেষ করা আবশ্যক।

প্রয়োজনীয় নথি
একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, গবেষণা প্রস্তাবনা, ব্যক্তিগত বিবৃতি, দুই থেকে তিনটি সুপারিশপত্র এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ইংরেজি দক্ষতার সনদ।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। নির্বাচিত হলে পরবর্তী সময়ে সরাসরি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। আবেদনের লিংক: 

আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর ২০২৪।

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

জবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এ সেরা আইইউবি থিয়েটার

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ কনফারেন্স ২০২৫ শুরু