হোম > শিক্ষা > ক্যাম্পাস

আইইউবিতে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী গ্লোবাল অ্যান্ড্রয়েড কনফারেন্স ‘ড্রয়েডকন’

আজকের পত্রিকা ডেস্ক­

আইইউবিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী গ্লোবাল অ্যান্ড্রয়েড কনফারেন্স ‘ড্রয়েডকন’ অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (আইইউবি) ২০ ও ২১ জুন অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যান্ড্রয়েড ইভেন্ট droidcon Bangladesh ২০২৫। দুই দিন ধরে চলা এই আয়োজন বাংলাদেশের ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠেছিল। এখানে ১৮টিরও বেশি প্রযুক্তিবিষয়ক সেশন, ১৯ জন দেশি-বিদেশি বক্তা এবং শত শত ডেভেলপার অংশ নেন।

বিশেষ এই ইভেন্ট যৌথভাবে আয়োজন করে Sunnat 629 Dev ও TechaByte Solutions এবং সহযোগিতায় ছিল IEEE Computer Society ও IUB CSE Department। Dynamic Solution Innovators Ltd, Brain Station 23 এবং Cheq ছিল ইভেন্টটির স্পন্সর হিসেবে। এ ছাড়া কমিউনিটি পার্টনার হিসেবে ছিল JetBrains, BDApps, Agile Bangladesh। ইভেন্টে মিডিয়া পার্টনার ছিল আজকের পত্রিকা।

এবারের droidcon Bangladesh ছিল একেবারে অন্য রকম এক আয়োজন। দুই দিনের অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, যেমন: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে অ্যাপ টেস্টিং, ক্লিন আর্কিটেকচার এবং UX/UI ডিজাইন ট্রেন্ড নিয়ে সেশন ছিল। এ ছাড়া Kotlin ও Flutter ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং লিডারশিপ বিষয়েও আলোচনা হয়। প্রযুক্তির নানা দিক তুলে ধরে ইভেন্টে ছিল কিছু মজাদার কুইজ, লাইটনিং টক ও প্যানেল ডিসকাশন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডিন এই আয়োজনে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি ইভেন্টকে আরও গৌরবোজ্জ্বল করে তোলে। তাঁদের বক্তব্যে উঠে আসে বাংলাদেশের তরুণ প্রযুক্তিবিদদের জন্য এই ধরনের আন্তর্জাতিক মানের ইভেন্টের গুরুত্ব এবং আগামীর প্রযুক্তি খাতে সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় পথনির্দেশনা।

‘ড্রয়েডকন বাংলাদেশ ২০২৫’ আট বছর পর ফিরে এসে প্রমাণ করেছে যে, বাংলাদেশে এমন বিশ্বমানের প্রযুক্তি ইভেন্ট আয়োজন সম্ভব। ইভেন্টটি বাংলাদেশের প্রযুক্তি জগতের মানুষদের মধ্যে এক নতুন উদ্যম ও আকাঙ্ক্ষা তৈরি করেছে।

এই ইভেন্টের সফল আয়োজনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকেরা। এভাবে প্রতিবছর এমন আয়োজন দেশে আরও বড় সাফল্য এনে দেবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন