হোম > শিক্ষা > ক্যাম্পাস

খুদে ফুটবলার শান্তার পায়ে জাদু আছে

মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা (যশোর)

খুদে ফুটবলার শান্তা। ছবি: সংগৃহীত

ট্রফিটা বেশ বড়। হাতে ধরে রাখতে কষ্ট হচ্ছিল। একপর্যায়ে বললাম, ‘তোমার তো কষ্ট হচ্ছে ধরে রাখতে।’ পাশ থেকে ওর স্যার আশরাফুল ইসলাম খান হেসে বললেন, ‘ওর কোনো কষ্ট নেই।’ তা হয়তো ঠিক। কষ্ট থাকলে এত অর্জন সম্ভব হতো না। বলছিলাম একজন খুদে ফুটবলারের কথা। ১১ বছর বয়সী এই খুদে ফুটবলারের নাম শান্তা বিশ্বাস। শান্তার সাফল্যের ঝুলি বেশ সমৃদ্ধ। এই বয়সে অন্তত ১৫ বার হয়েছে ম্যাচসেরা। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে সে হয়েছে সেরা খেলোয়াড়। পেয়েছে সেরা গোলদাতা ও সর্বোচ্চ গোলদাতার খেতাব। জেলা পর্যায়ে ২৯ গোল করে সেরা খেলোয়াড়ের পুরস্কার তার হাতে।

শান্তা বিশ্বাস যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার পায়ের জাদুতে ইউনিয়ন, উপজেলা ও জেলা চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যালয়টি।

শান্তার প্রশিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষক মো. আশরাফুল ইসলাম খান জানান, ২০২২ ও ২০২৩ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে বিদ্যালয়ের বালিকা দলে খেলে প্রতিটি ম্যাচে আলো ছড়িয়েছিল শান্তা। এবার তো উপজেলা ও জেলা পর্যায়ে দলকে চ্যাম্পিয়ন করেছে তার দল। প্রাথমিক বিদ্যালয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৪-এ জেলা পর্যায়ের ফাইনালে ৪ গোল, সেমিফাইনালে ৬ গোলসহ এই আসরে সে ২৯ গোল করেছে।

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়