হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২ অনুষদ পেল এসিবিএসপির স্বীকৃতি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২ অনুষদ পেল এসিবিএসপির স্বীকৃতি। ছবি: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসায় এবং অর্থনীতি অনুষদ কোনো শর্ত ছাড়াই অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস প্রোগ্রামস (এসিবিএসপি) থেকে ১০ বছরের জন্য স্বীকৃতি পেয়েছে। গত অক্টোবর মাসে সংস্থাটির প্রতিনিধিদল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পরিদর্শনে করে এবং সম্প্রতি এই স্বীকৃতি দেয়।

এসিবিএসপি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতি সংস্থা। যা কাউন্সিল ফর হায়ার এডুকেশন অ্যাক্রেডিটেশন (সিএইচইএ) দ্বারা অনুমোদিত। এই স্বীকৃতির ফলে ব্যবসায় এবং অর্থনীতি অনুষদের শিক্ষক, শিক্ষার্থী এবং তাঁদের অর্জিত ডিগ্রিগুলো আন্তর্জাতিকভাবে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে। একই সঙ্গে শিক্ষার্থীরা বিশ্বব্যাপী চাকরির বাজারে নিজেদের আরও যোগ্য হিসেবে উপস্থাপন করতে পারবে।

এ ছাড়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তাঁদের চিকিৎসা সেবা সম্প্রসারণের জন্য জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে। গতকাল রোববার সকালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমানের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এ সময় ট্রাস্টি বোর্ডের সদস্যরা, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মেডিকেল অফিসের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এসিবিএসপির স্বীকৃতি আমরা যে আন্তর্জাতিক মানের ব্যবসা শিক্ষা দিই তার সবচেয়ে বড় প্রমাণ। এটি আমাদের ছাত্র এবং শিক্ষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং তাঁদের উৎসাহিত করবে। আর অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করাতে আমরা যে জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতে সচেষ্ট আমাদের সেই অঙ্গীকারকে অর্থবহ করে তুলবে।

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত