হোম > শিক্ষা > ক্যাম্পাস

হারানো চত্বর ফিরে পেতে চাই

আল-আমিন, কুবি

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একসময়কার প্রিয় দুই আড্ডাস্থল বাবুই চত্বর ও সান সেট ভ্যালি। এ দুই চত্বরে শিক্ষার্থীরা মেতে উঠতেন গানে, কবিতায় চায়ের আড্ডায়। সময়ের স্রোতে পরিচর্যার অভাবে এই দুটি স্থানের অস্তিত্ব মুছে গেছে। সাবেক শিক্ষার্থীদের স্মৃতিতে জায়গাগুলো জীবন্ত থাকলেও নবীনদের কাছে শুধুই গল্প।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়ত বাবুই চত্বর। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম শিক্ষার্থীদের নিয়ে গড়ে তুলেছিলেন এ চত্বর। কিন্তু পরিচর্যার অভাবে এর অস্তিত্ব আজ বিলীন হয়ে গেছে। চত্বরটি পুনর্নির্মাণের আহ্বান জানিয়ে ড. নাহিদা বেগম বলেন, ‘চত্বরটি পুনর্নির্মাণ করা হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসেই সুস্থ ধারার আড্ডার জায়গা পাবে। আমরা চাই সেই পরিবেশ আবার ফিরে আসুক।’

অন্যদিকে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি সান সেট ভ্যালি ছিল আরেকটি মুগ্ধকর জায়গা। বিজ্ঞান বিভাগের কাছে সূর্যাস্তের রক্তিম আভায় জ্বলজ্বল করত এটি। পরিসংখ্যান বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী অজয় চন্দ্র বর্মণ বলেন, ‘আমাদের সিনিয়র ভাইবোনদের পরিশ্রমে তৈরি সান সেট ভ্যালি ছিল ক্যাম্পাসের অন্যতম প্রিয় স্থান। বিকেলে সূর্যাস্ত দেখতে দেখতে আড্ডা আর গানের আসর বসত।’

বাবুই চত্বর এবং সান সেট ভ্যালি ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেগের জায়গা। এসব জায়গা পুনরায় গড়ে তোলার মধ্য দিয়ে ক্যাম্পাসে সৃজনশীল পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব। শিক্ষার্থীদের জন্য এই দুটি জায়গা ফিরিয়ে আনা হোক—এটাই প্রত্যাশা।

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের