হোম > শিক্ষা > ক্যাম্পাস

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ কর্মসূচি

আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এইউএসটি) শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিন দিনব্যাপী নিরাপত্তা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. আশরাফুল হক। 

কর্মসূচির লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের কর্মীদের জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সক্ষমতা উন্নত করা এবং ক্যাম্পাসে আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। ১৫ থেকে ১৭ অক্টোবর ঢাকায় মিরপুর-১০-এ অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। 

বিশ্ববিদ্যালয়ের ফায়ার সেফটি টিমের ৫০ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন, যা অগ্নি নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরি প্রতিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা এবং জ্ঞান দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এই উদ্যোগটি এইউএসটির ক্যাম্পাস সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুস্থতার অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা কর্মীদের জরুরি পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করার এবং সম্ভাব্য ঝুঁকি হ্রাসের সক্ষমতা দেবে। 

ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. আশরাফুল হক এই কর্মসূচির উদ্বোধন করে বলেন, ‘কর্মসূচির প্রয়োজনীয় নিরাপত্তা দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রস্তুতিমূলক কার্যক্রমকে উন্নত করবে এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। এটি বিশ্ববিদ্যালয়ের জরুরি সাড়া দেওয়ার কাঠামোকে শক্তিশালী করার এবং অপ্রত্যাশিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।’

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত

জকসুতে ২১ পদের ১৬টিতে শিবিরের জয়, কে কত ভোট পেলেন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ১৫ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ