হোম > শিক্ষা

পাঠসঙ্গী ৩টি অনলাইন প্ল্যাটফর্ম

সাব্বির হোসেন

একটা সময় ছিল, যখন ‘পাঠশালা’ শব্দটির মানেই ছিল একটি নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে শিক্ষকের মুখনিঃসৃত জ্ঞান শ্রবণ করা। সময়ের পরিক্রমায় সেই ধারণা বদলেছে। শুধু বদলানো নয়, ২১০০ শতকের প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষা গ্রহণের সংজ্ঞাই যেন পাল্টে গেছে। এখন আর শিক্ষা কেবল ক্লাসরুম কিংবা লাইব্রেরিতে সীমাবদ্ধ নয়। মোবাইল, ল্যাপটপ কিংবা ট্যাবলেট—এই প্রযুক্তিপণ্যগুলো হয়ে উঠেছে আধুনিক শিক্ষার্থীর শ্রেষ্ঠ পাঠসঙ্গী।

বর্তমান সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের উত্থান। পৃথিবীর যেকোনো প্রান্তে বসেই এখন একজন শিক্ষার্থী পেতে পারেন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের কোর্স, গবেষণাপত্র কিংবা সহপাঠীর সঙ্গে বিনিময় করার সুযোগ। এই রূপান্তরের অগ্রদূত হিসেবে যেসব অনলাইন প্ল্যাটফর্ম উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, এমনই ৩টি প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব।

স্ক্রিবড

বর্তমানে পৃথিবীতে এমন অনেকেই আছেন, যাঁরা বই পড়তে ভালোবাসেন। অথচ চাইলেই কাঙ্ক্ষিত বইটি সংগ্রহে রাখতে পারেন না। Scribd ঠিক সেই চাহিদা পূরণ করতে এসেছে। এটি একটি সাবস্ক্রিপশনভিত্তিক ডিজিটাল লাইব্রেরি, যেখানে লাখ লাখ বই, অডিও বুক, ম্যাগাজিন ও গবেষণাপত্র মিলছে একসঙ্গে সাহিত্যপ্রেমী, গবেষক, ব্যবসায়ী কিংবা সাধারণ পাঠক—সবার প্রয়োজনের কথা ভেবে সাজানো হয়েছে এর বিশাল সংগ্রহ।

সাহিত্য থেকে বিজ্ঞানের কঠিন তত্ত্ব, ইতিহাস থেকে অর্থনীতির বিশ্লেষণ—সবকিছু এখানে সাশ্রয়ী মূল্যে সহজে পাওয়া যায়। যে কেউ চাইলেই মোবাইল ফোনে ডাউনলোড করে অফলাইনে পড়তে পারেন। এটি শিক্ষার্থীদের সময় ও অর্থ—দুটোই সাশ্রয় করে এবং এক জায়গায় থেকে পৃথিবীর জ্ঞানভান্ডারে প্রবেশের সুযোগ করে দেয়।

একাডেমিয়া.ইডিইউ

গবেষণা কেবল একা কাজ করার বিষয় নয়, বরং এটি একটি ধারাবাহিক আলোচনার প্রক্রিয়া। আর Academia. edu সেই আলোচনার ভার্চুয়াল প্ল্যাটফর্ম। এটি এমন একটি ওয়েবসাইট যেখানে গবেষকেরা তাঁদের নিজস্ব গবেষণাপত্র প্রকাশ করতে পারেন। অন্য গবেষকদের কাজ পড়তে পারেন, এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে জ্ঞানকে আরও গভীর করতে পারেন।

বিশ্বের বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষার্থীরা—এই প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে তৈরি করছে এক বৈশ্বিক গবেষণা-কমিউনিটি। এখানে শিক্ষার্থীরা তাঁদের আগ্রহের বিষয় অনুসারে নতুন গবেষণার ট্রেন্ড, পদ্ধতি ও ফলাফল জানতে পারছেন খুব সহজে। একাডেমিক নেটওয়ার্কিংয়ের জন্য এটি এক অনন্য সুযোগ।

স্টুডোকু

প্রতিটি শিক্ষার্থীর পড়াশোনার ধরন আলাদা। কেউ হয়তো লেকচার শুনে ভালো বোঝেন, কেউ আবার নিজের তৈরি করা সংক্ষিপ্ত নোট পড়লে বেশি মনে রাখতে পারেন। এই স্বতন্ত্র শিক্ষাপদ্ধতির চর্চাকে মূলধারা হিসেবে গ্রহণ করেছে Studocu। এখানে শিক্ষার্থীরা নিজেদের ক্লাস নোট, প্রশ্নপত্র, লেকচার স্লাইড ও অন্যান্য কোর্স ম্যাটেরিয়াল আপলোড করে এবং বিনা মূল্যে অন্যদের সেসব পড়তে দেয়।

এই প্ল্যাটফর্মে একে অপরের অভিজ্ঞতা ও রিসোর্স ভাগ করে নেয়। ফলে গড়ে ওঠে এক সহযোগিতামূলক শেখার সংস্কৃতি। এটি শুধু সাহায্য নেওয়ার জায়গা নয়, বরং নিজের শেখা অন্যদের উপকারে লাগানোর একটি উদ্যোগ। বিশ্বের লাখো শিক্ষার্থী এখানে যুক্ত হয়ে তৈরি করেছে এক শক্তিশালী সহপাঠ কমিউনিটি।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)