শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস)। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন এবং বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণের আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন শহীদ জহির রায়হানের ছেলে অনল রায়হান, শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর, শহীদ সিরাজুদ্দীন হোসেনের ছেলে তৌহীদ রেজা নূর সহ বুদ্ধিজীবী পরিবারের আরও অনেকে।
মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ-এর উদ্যোগে চলছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন।' স্মৃতির বিজয়' শীর্ষক তিন দিনব্যাপী এ আয়োজনের ২য় দিনে আগামীকাল টিএসসি প্রাঙ্গণে সন্ধ্যা ৬টা থেকে প্রদীপ প্রজ্বলন, ফানুস উড্ডয়নসহ নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে।
এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।