হোম > শিক্ষা

এমপিও আবেদন নিষ্পত্তির সময় নির্ধারণ করল মাউশি

আজকের পত্রিকা ডেস্ক­

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) অনলাইনে এমপিও আবেদন নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানান মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস. এম জিয়াউল হায়দার হেনরী।

তিনি বলেন, এমপিও আবেদনের প্রক্রিয়া সহজ করার অংশ হিসেবে আবেদনের প্রতিটি ধাপের সময়সীমা পুনরায় নির্ধারণ করা হয়েছে। এতে আবেদনপ্রার্থীদের ভোগান্তি কমবে।

এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ। এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন। আর বাকি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে কোনো আর্থিক সুবিধা পান না।

মাউশি সূত্র জানায়, প্রতিষ্ঠান থেকে এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জোড় মাসের ৬ তারিখের মধ্যে পাঠাতে হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তারা তাদের কাছে আসা আবেদন প্রতি জোড় মাসের ১২ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন। জেলা শিক্ষা কর্মকর্তারা তাদের কাছে আসা আবেদন প্রতি জোড় মাসের ২০ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন।

আরও জানা যায়, অঞ্চলের পরিচালক/উপপরিচালকেরা (মাধ্যমিক) প্রতি বিজোড় মাসের ৬ তারিখের মধ্যে অনলাইন আবেদন নিষ্পত্তি করে অনুমোদিত আবেদন মাউশিতে পাঠাবেন। আর মাউশির সংশ্লিষ্ট শাখা প্রতি বিজোড় মাসের ৮ তারিখের মধ্যে অঞ্চল থেকে অনুমোদিত আবেদন পুনঃ যাচাই করে ইএমআইএস সেলে পাঠাবেন। প্রতি বিজোড় মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে এমপিও সভা অনুষ্ঠিত হবে। দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ২৯ হাজার ১৬৪ টি। এসব প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৫ লাখ।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ

জাপানের এনইএফ শিক্ষাবৃত্তি পেলেন বাকৃবির ১২ শিক্ষার্থী

সম্পূর্ণ অর্থায়িত তুর্কিয়ে বুরসলারি বৃত্তি

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: লিখিত পরীক্ষার ফল চলতি মাসেই

জবিতে ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ ‎

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ