হোম > শিক্ষা

যুক্তরাজ্য ও ইন্দোনেশিয়ায় বৃত্তি

শিক্ষা ডেস্ক

প্রতীকী ছবি

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যে অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটি মেরিট স্কলারশিপ ২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

রাস্কিন ইউনিভার্সিটি হলো পূর্ব অ্যাংলিয়া অঞ্চলের একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৮৫৮ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজের ফেলো উইলিয়াম জন বিমন্টের হাত ধরে এ বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। ২০২২ সালের হিসাব অনুযায়ী, এ বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী ছিলেন ৩৫ হাজার ১৯৫ জন।

সুযোগ-সুবিধা

এ বৃত্তিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি অর্থায়িত প্রোগ্রাম। নির্বাচিত শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রির জন্য ২ হাজার পাউন্ড, মাস্টার্স প্রোগ্রামের বিভিন্ন গ্রেডে ২ হাজার পাউন্ড এবং একইভাবে পিএইচডি ডিগ্রির জন্য ২ হাজার পাউন্ডের ব্যবস্থা থাকবে।

আবেদনের যোগ্যতা

স্নাতক ডিগ্রির জন্য আবেদন করতে উচ্চমাধ্যমিক শিক্ষার সনদ, স্নাতকোত্তরে আবেদন করতে স্নাতকের সনদ ও পিএইচডির জন্য আবেদন করতে স্নাতকোত্তরের সনদ থাকতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫।

ইন্দোনেশিয়ায় বৃত্তি

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক অগ্রাধিকার বৃত্তি (আইপিএস) ২০২৫-২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বৃত্তি প্রোগ্রামটি আগামী সেপ্টেম্বরে শুরু হবে। এর মেয়াদ হবে ১২ মাস বা এক বছর।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির মুহাম্মদিয়াহ ইউনিভার্সিটি অব সুরাকার্তায় (ইউএমএস) ভর্তির সুযোগ পাবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন মওকুফ করা হবে। জীবনযাত্রার ভাতা হিসেবে শিক্ষার্থীরা প্রতি মাসে ১৭ লাখ ৫০ হাজার আইডিআর পাবেন। বই ভাতা হিসেবে প্রতি মাসে পাবেন ৫০ হাজার আইডিআর। এ ছাড়া স্বাস্থ্যবিমা ও ফিরতি বিমানের টিকিটের ব্যবস্থা থাকবে।

বৃত্তির মেয়াদকাল

স্নাতকের জন্য বৃত্তির মেয়াদ হবে ৮ সেমিস্টার, মাস্টার্স প্রোগ্রাম হবে ৪ সেমিস্টারের ও পিএইচডি প্রোগ্রাম হবে ৬ সেমিস্টারের।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

শিক্ষা অনুষদ, অর্থনীতি ও ব্যবসা অনুষদ, আইন অনুষদ, প্রকৌশল অনুষদ, ফার্মেসি অনুষদ, মনোবিজ্ঞান অনুষদ, ভূগোল অনুষদ, ইসলামিক স্টাডিজ অনুষদ, স্বাস্থ্য অনুষদ, যোগাযোগ ও তথ্যবিজ্ঞান অনুষদ।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

ছবি, একাডেমিক সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ভাষা সার্টিফিকেট, বৈধ পাসপোর্ট, একাডেমিক সুপারিশপত্র, মোটিভেশন লেটার, তত্ত্বাবধায়কের সুপারিশপত্র, মেডিকেল রিপোর্ট।

আবেদনের যোগ্যতা

ইন্দোনেশিয়ার নাগরিকত্ব নেই এমন যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতকের জন্য আবেদন করতে উচ্চ মাধ্যমিকের সনদ, স্নাতকোত্তরের জন্য স্নাতকের ও পিএচডির জন্য স্নাতকোত্তরের সনদ থাকতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ ১৫ মে, ২০২৫।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)