হোম > শিক্ষা

সিলেট শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৮.৫৭ শতাংশ

সিলেট প্রতিনিধি

শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস। ছবি: আজকের পত্রিকা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

এ বছর সিলেট শিক্ষা বোর্ডে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০ হাজার ৯১ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ২৮ হাজার ৬৮৪ জন ছাত্র ও ৪১ হাজার ৪০৭ জন ছাত্রী। ছেলেদের পাসের হার ৬৮ দশমিক ৬২ শতাংশ ও মেয়েদের ৬৮ দশমিক ৫৪ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া ৩ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭৯১ জন ছেলে ও ১ হাজার ৮২৩ জন মেয়ে।

গত বছর সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী। সে হিসাবে এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

এ বছর সিলেট শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ২৩ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৮ হাজার ৪৪২ জন। পাসের হার ৭৭ দশমিক ৪৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪১১ জন পরীক্ষার্থী।

মানবিক বিভাগে ৭১ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৫ হাজার ৯২৪ জন পাস করেছে। পাসের হার ৬৪ দশমিক ৭১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন পরীক্ষার্থী।

ব্যবসায় বাণিজ্য বিভাগে ৭ হাজার ৪৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ হাজার ৭২৫ জন। পাসের হার ৭৬ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন পরীক্ষার্থী।

এদিকে সিলেট শিক্ষা বোর্ডের সিলেট জেলায় ৪০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৯ হাজার ৯৬৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৫০ জন। পাসের হার ৭৩ দশমিক ৫০ শতাংশ।

সুনামগঞ্জ জেলায় ২১ হাজার ২৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৫৩৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪১৭ জন। পাসের হার ৬৮ দশমিক ৪৬ শতাংশ।

মৌলভীবাজার জেলায় ২২ হাজার ৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৭৮৮ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৬৬৫ জন। পাসের হার ৬২ দশমিক ৩৯ শতাংশ।

হবিগঞ্জ জেলায় ১৮ হাজার ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ হাজার ৭৯৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৫৮২ জন। পাসের হার ৬৫ দশমিক ২৪ শতাংশ।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)