হোম > শিক্ষা

‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৫%

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের জন্য নির্ধারিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। দেশের ২২টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় শিক্ষার্থী উপস্থিতি ছিল ৯৫ শতাংশ।

আজ রোববার বেলা ১২টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগসহ তিনটি ইউনিটে মোট ২২ হাজার ১৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৩২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী। এর মধ্যে মানবিক বিভাগের জন্য নির্ধারিত ‘বি’ ইউনিটে ৬ হাজার ১২৯টি আসনের বিপরীতে মোট ৬৭ হাজার ১১৭ জন শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি পরীক্ষার আবেদন করে। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন। তবে কর্মদিবসে পরীক্ষা পড়ায় রাজধানীর কেন্দ্রগুলো ছাড়াও দেশের বিভিন্ন কেন্দ্রে অনেক শিক্ষার্থীকে বিলম্বে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। 

পরীক্ষার বিষয়ে গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সারা দেশের ২২টি কেন্দ্রে সুষ্ঠুভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আশা করছি এ সপ্তাহের মধ্যেই ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করতে পারব। 

এর আগে রোববার সারা দেশে ২৬টি কেন্দ্রে একযোগে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার দুদিন পর ২০ অক্টোবর ফল প্রকাশ করা হয়।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)