হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: জ্বালানি তেলের দাম একলাফে বাড়ল ৯ শতাংশের বেশি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: আনাদোলু

ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই আশঙ্কায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে ৯ শতাংশেরও বেশি, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ মূল্য ব্যারেলপ্রতি একলাফে ৬ ডলারের বেশি বেড়ে এখন ৭৫ ডলার ছাড়িয়েছে। কিছু সময়ের জন্য তা উঠে গিয়েছিল প্রায় ৭৯ ডলারে, যা গত জানুয়ারির পর সবচেয়ে বেশি। আমেরিকার অপর একধরনের অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৬ ডলারের বেশি বেড়ে এখন ৭৪ ডলারের ওপরে। এটিও জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

আজ তেলের দাম যতটা বেড়েছে, তা ২০২২ সালের পর এক দিনে সবচেয়ে বড় উল্লম্ফন। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অবস্থিত সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রশ্ন হলো—এটা কি কেবল বাজারের পক্ষ থেকে একটি সাধারণ ভূরাজনৈতিক প্রতিক্রিয়া, যেখানে অনেক হাইপ তৈরি হয়, কিন্তু বাস্তব ফলাফল হয় না? নাকি যুক্তরাষ্ট্র সত্যিই মধ্যপ্রাচ্যে যুদ্ধের কিনারায় এসে দাঁড়িয়েছে?’

এদিকে বাজারের অন্যান্য খাতে, বিশেষ করে এশিয়ার প্রাথমিক লেনদেনে শেয়ারের দাম ব্যাপক হারে পড়ে গেছে, যেখানে মার্কিন ফিউচারের বিক্রয় চাপ ছিল সবচেয়ে বেশি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বিনিয়োগকারীরা স্বর্ণ ও সুইস ফ্রাঁর মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।

টোকিওতে এসএমবিসির প্রধান বৈদেশিক মুদ্রা কৌশলবিদ হিরোফুমি সুজুকি বলেন, বৈদেশিক মুদ্রার বাজারেও স্পষ্টভাবে অনুভূত হচ্ছে উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব। ঝুঁকিমুক্ত সম্পদের চাহিদা বাড়ার ফলে জাপানি ইয়েনের চাহিদাও বাড়তে পারে।

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

এআই ও ট্রাম্পের নীতির প্রভাব—যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে মন্দা

ভেনেজুয়েলায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ চান ট্রাম্প, তেল কোম্পানিগুলো বলছে—সে অবস্থা নেই

ভেনেজুয়েলার তেল কি ভারত পাবে, কোন শর্তে বেচবে যুক্তরাষ্ট্র

নীল অপরাজিতা বদলে দিচ্ছে ভারতীয় কৃষি উদ্যোক্তাদের ভাগ্য

মাদুরো আটকের পর সোনার দাম চড়া

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

ব্যবসায়ীরা বাদ, বাংলাদেশসহ প্রতিবেশী দেশে সরাসরি কয়লা বেচবে ভারত

কুয়েতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করবে চীন, ৪.১ বিলিয়ন ডলারের চুক্তি