হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

রিজার্ভ চুরির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ অর্থনীতি সমিতির এডহক কমিটির সভাপতি ড. মো. আজিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ অর্থনীতি সমিতির এডহক কমিটির সভাপতি ড. মো. আজিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে তাঁরা দেশের ব্যাংকিং খাতে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের উদ্বেগ প্রকাশ করে।

প্রতিনিধিদল দাবি করেছে, দেশের বিভিন্ন ব্যাংকে লুটপাটের সঙ্গে জড়িত দুর্নীতিগ্রস্ত পরিচালক পর্ষদ ও কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভ উদ্ধারে চলমান আইনগত কার্যক্রম ত্বরান্বিত এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও দাবি করে, সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে এবং তদন্ত কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা উচিত।

এ ছাড়া ড. মো. আজিজুর রহমান ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে, বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালক পর্ষদে নিরপেক্ষ পরিচালকদের সংখ্যা বৃদ্ধি, খেলাপি ঋণ আদায়ে পরিদর্শন কার্যক্রম জোরদার এবং ইসলামী ব্যাংকগুলোর জন্য আলাদা বিভাগ ও মনিটরি পলিসি ডিভিশন গঠনের প্রস্তাব দেন।

বেকারত্বের সমস্যা দূরীকরণের জন্য কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ দেওয়ার কার্যক্রমে গতি আনারও আহ্বান জানানো হয়। সেই সঙ্গে দেশের আর্থিক খাতের উন্নয়নের জন্য পাঁচ বছরের পরিকল্পনা বাস্তবায়ন এবং বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের পদোন্নতি বৈষম্য দূরীকরণে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এআই ও ট্রাম্পের নীতির প্রভাব—যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে মন্দা

ভেনেজুয়েলায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ চান ট্রাম্প, তেল কোম্পানিগুলো বলছে—সে অবস্থা নেই

ভেনেজুয়েলার তেল কি ভারত পাবে, কোন শর্তে বেচবে যুক্তরাষ্ট্র

নীল অপরাজিতা বদলে দিচ্ছে ভারতীয় কৃষি উদ্যোক্তাদের ভাগ্য

মাদুরো আটকের পর সোনার দাম চড়া

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

ব্যবসায়ীরা বাদ, বাংলাদেশসহ প্রতিবেশী দেশে সরাসরি কয়লা বেচবে ভারত

কুয়েতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করবে চীন, ৪.১ বিলিয়ন ডলারের চুক্তি

ভারতের ওপর কেন ৫০ শতাংশ শুল্ক দিল মেক্সিকো, নয়াদিল্লির ক্ষতি কতটা

প্রথমবার চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল