হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

ডলারের পরিবর্তে রুপির প্রসারে ভারতের বড় পদক্ষেপ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় মুদ্রা রুপির ব্যবহার বাড়াতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন থেকে বিদেশি ব্যাংকগুলোর জন্য ‘স্পেশাল রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট’ (এসআরভিএ) খোলার আগে আরবিআইয়ের অনুমতির আর প্রয়োজন হবে না। এ সিদ্ধান্তের ফলে রুপিভিত্তিক বাণিজ্য লেনদেনের প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির প্রেক্ষাপটে একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প সম্প্রতি ব্রিকস জোটভুক্ত দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন, তারা যদি মার্কিন ডলারের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজস্ব মুদ্রা চালু করে, তাহলে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ইতিমধ্যে রাশিয়া থেকে বিপুল তেল কেনার কারণে ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন।

৫ আগস্ট আরবিআই এক সার্কুলারে জানিয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এর মাধ্যমে আমদানি ও রপ্তানি এখন থেকে সরাসরি রুপিতে ইনভয়েস করা যাবে এবং লেনদেনও হবে রুপিতেই। ফলে লেনদেনের বিনিময় হার বাজারের ওপর নির্ভর করবে, যা আরও বেশি নমনীয়তা দেবে।

আগে বিদেশি ব্যাংকগুলোর জন্য ভোস্ট্রো অ্যাকাউন্ট খোলার আগে ভারতীয় ব্যাংকগুলোকে আরবিআইয়ের অনুমতি নিতে হতো। এখন সেই বাধ্যবাধকতা আর নেই। তবে আরবিআই জানিয়েছে, ব্যাংকগুলোকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (এফইএমএ), নো ইওর কাস্টমার (কেওয়াইসি) নীতিসহ অন্যান্য বিদ্যমান নিয়মকানুন মেনে চলতে হবে। আরবিআই মনে করছে, এ পরিবর্তনের ফলে রুপিতে আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেনের প্রক্রিয়া আরও দ্রুত হবে।

ভারতের ওপর কেন ৫০ শতাংশ শুল্ক দিল মেক্সিকো, নয়াদিল্লির ক্ষতি কতটা

প্রথমবার চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল

ভারতীয় রুপি এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হলো যেভাবে

রাশিয়া-ভেনেজুয়েলাকে মার্কিন হুমকি, সরবরাহ কমার শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম

পাকিস্তানে ২৫০ বিলিয়ন ডলারের ক্রিপ্টো ব্যবসা, দায়মুক্তির সুযোগ দিচ্ছে সরকার

তেলের গাড়ি বিদেশে পাঠিয়ে দেশে বৈদ্যুতিক গাড়ি বাড়াচ্ছে চীন

যুক্তরাষ্ট্রে ভারতের ২০০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানির ভবিষ্যৎ অনিশ্চিত

টিসিবির নতুন ৫ পণ্যের বিতরণ পেছাল

ট্যানারি শ্রমিকেরা মৌলিক শ্রম অধিকার থেকে বঞ্চিত: সমীক্ষা

ভারত রেকর্ড প্রবৃদ্ধি দেখালেও ৬ মাসে রপ্তানিতে ধস