হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

এক সপ্তাহে চীনে টেসলার রেকর্ড ২২ হাজার গাড়ি বিক্রি

নভেম্বরে টেসলা চীনে ৭৩ হাজারেরও বেশি গাড়ি বিক্রি করেছে। ছবি: টেসলা

বৈশ্বিক বাণিজ্যে দীর্ঘদিন ধরেই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে লড়াই। এ লড়াই আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা বেড়েছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর। চীনের ওপর আরোপিত শুল্ক বাড়ানোসহ বিভিন্ন ব্যবসায়িক কঠোরতার হুঁশিয়ারি ইতিমধ্যেই ট্রাম্প দিয়েছেন। এই সম্পর্কের উষ্ণতায় যেন হাত গরম করে নিচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক। ট্রাম্প দায়িত্ব পাওয়ার পর থেকে টেসলার শেয়ারের দাম বেড়ে গিয়েছে, বেড়েছে আয়ও। এবার জানা গেল, চলতি ডিসেম্বরের প্রথম সপ্তাহে চীনে ২১ হাজার ৯০০ ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে টেসলা।

আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে চীনে টেসলার ইভি গাড়ির বিক্রি চতুর্থ প্রান্তিকের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক বিক্রি।

গত ত্রৈমাসিক প্রান্তিকে চীনে টেসলার আয় কমে গিয়েছিল। জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে প্রথমবারের মতো টেসলাকে পেছনে ফেলে চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। টেসলার চেয়ে তিন বিলিয়ন ডলার বেশি আয় করে বিওয়াইডি। তবে গাড়ি বিক্রিতে এগিয়ে ছিল টেসলা।

নভেম্বরে টেসলা চীনে ৭৩ হাজারেরও বেশি গাড়ি বিক্রি করে, যা এ বছরের মাসিক বিক্রির রেকর্ড। চলতি বছর চীনে সর্বাধিক বিক্রিত যাত্রীবাহী গাড়ি হিসেবে ৫ লাখ ৫৬ হাজারটি ইভি মডেল ওয়াই গাড়ি বিক্রি করেছে টেসলা।

চীনে প্রতিযোগিতায় টিকে থাকতে মডেল ওয়াই গাড়িতে বিশেষ ছাড় দিয়েছে টেসলা। এ ছাড়াও অন্যান্য সুবিধার দিয়ে বছর শেষে চীনা বাজারে বিক্রি বাড়াতে চায় টেসলা। কিছু অঞ্চলে বিক্রিতে মন্দা চললেও টেসলার বৈশ্বিক বিক্রি ঊর্ধ্বমুখী রয়েছে।

মডেল ওয়াই কেনায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে ১০ হাজার ইউয়ান অর্থাৎ ১ হাজার ৩৭৫ ডলার ছাড় দিয়েছে টেসলা। চলতি বছরের শেষে প্রতিযোগিতায় চীনা কোম্পানি বিওয়াইডির কাছে পিছিয়ে পড়ায় এই পদক্ষেপ নিলো কোম্পানিটি।

এর আগে বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, পেট্রোলচালিত গাড়ি ছেড়ে বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়ি কিনতে জনগণকে ভর্তুকি দিচ্ছে চীনা সরকার। যে কারণে চীনে এমন গাড়ির চলন বেড়েই চলেছে। সুইস প্রতিষ্ঠান ইউবিএসের গবেষণা পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের ৬০ শতাংশ গাড়িই হবে বৈদ্যুতিক।

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

এআই ও ট্রাম্পের নীতির প্রভাব—যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে মন্দা

ভেনেজুয়েলায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ চান ট্রাম্প, তেল কোম্পানিগুলো বলছে—সে অবস্থা নেই

ভেনেজুয়েলার তেল কি ভারত পাবে, কোন শর্তে বেচবে যুক্তরাষ্ট্র

নীল অপরাজিতা বদলে দিচ্ছে ভারতীয় কৃষি উদ্যোক্তাদের ভাগ্য

মাদুরো আটকের পর সোনার দাম চড়া

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

ব্যবসায়ীরা বাদ, বাংলাদেশসহ প্রতিবেশী দেশে সরাসরি কয়লা বেচবে ভারত

কুয়েতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করবে চীন, ৪.১ বিলিয়ন ডলারের চুক্তি