হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

ঋণ পরিশোধে ৩০০ কোটি ডলার ঋণ চায় মুকেশ আম্বানির প্রতিষ্ঠান

মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ঋণ পরিশোধের জন্য নতুন করে আরও ৩০০ কোটি ডলার ঋণ তালাশ করছে। এ লক্ষ্যে শিল্পগোষ্ঠীটি আগে যেসব ব্যাংকের থেকে ঋণ নিয়েছিল, তাদের সঙ্গেই থেকে আগে ঋণ নিয়েছে ব্যাংকগুলোর সঙ্গে আগামী বছরের মধ্যে পরিশোধযোগ্য ঋণ পুনঃ নবায়ন করতে আলোচনা করছে।

বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৩০০ কোটি ডলারের মতো ঋণের জন্য আলোচনা করছে। এ বিষয়ে জানতে চাইলে রিলায়েন্স কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি প্রায় ছয়টি ব্যাংক ঋণের জন্য আলোচনা করছে। সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালের প্রথম প্রান্তিকেই ছাড় হতে পারে। তবে ঋণের শর্তাবলি এখনো চূড়ান্ত হয়নি এবং সেগুলোর পরিবর্তন হতে পারে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক ধনকুবের মুকেশ আম্বানি গত আগস্টে শেয়ারহোল্ডারদের বলেছিলেন, এই কনগ্লোমারেট চলতি দশকের শেষে তার আকার দ্বিগুণের বেশি বাড়াবে এবং সে সময় তিনি ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণের কথা জানান।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিলায়েন্সের বকেয়া ঋণ ছিল ৩ লাখ ৩৬ হাজার কোটি রুপি বা ৩৯ দশমিক ৬০ বিলিয়ন ডলার।

এদিকে, রিলায়েন্সের ঋণ বাড়লেও মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পদ বেড়েছে। কিছুদিন আগে প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের শীর্ষ ২০—এ জায়গা করে নেন রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানি। ৯৫ দশমিক ৭ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তিনি আছেন তালিকার ১৭ নম্বরে।

তেলের গাড়ি বিদেশে পাঠিয়ে দেশে বৈদ্যুতিক গাড়ি বাড়াচ্ছে চীন

যুক্তরাষ্ট্রে ভারতের ২০০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানির ভবিষ্যৎ অনিশ্চিত

টিসিবির নতুন ৫ পণ্যের বিতরণ পেছাল

ট্যানারি শ্রমিকেরা মৌলিক শ্রম অধিকার থেকে বঞ্চিত: সমীক্ষা

ভারত রেকর্ড প্রবৃদ্ধি দেখালেও ৬ মাসে রপ্তানিতে ধস

অ্যামাজন–ফ্লিপকার্টের নতুন ঋণসেবা, ভারতের ব্যাংকগুলোর সামনে বড় চ্যালেঞ্জ

মুখ ফিরিয়েছে বাংলাদেশ, পেঁয়াজ নিয়ে বিপাকে ভারতীয় রপ্তানিকারকেরা

চাপের মুখে নতি স্বীকার ভারতের, রাশিয়ার তেল আমদানি বন্ধ করল রিলায়েন্স

যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানির চুক্তি করল ভারত

চা, কফি ও গরুর মাংসসহ শতাধিক খাদ্যপণ্য আমদানিতে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের