দরপতন থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। গতকাল বুধবার ডিএসই দরপতনের কারণে সূচক কমেছে।
এর আগে গত রোববার পর্যন্ত ৯ কর্মদিবসের ৪৪৬ পয়েন্ট সূচক কমার পর সোমবার উত্থানে ৬০ পয়েন্ট যোগ হয়। পরের দিন মঙ্গলবার ফের দরপতনের পর গতকাল বুধবার আরও ৫০ পয়েন্ট কমে সূচক ৫ হাজার ২২৮ পয়েন্টে নেমে গেছে। ফলে এক দিনে ৬০ পয়েন্ট বাড়ার পর দুই দিনে সূচক কমল প্রায় ৮২ পয়েন্ট।
লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ২৮৬টির এবং অপরিবর্তিত ছিল ৪৪টির। বাজারটিতে হাতবদল হয়েছে ৩০৬ কোটি ৬৭ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ৪৪০ কোটি ৭২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৩৪ কোটি ৫ লাখ টাকা।