হোম > অর্থনীতি > শেয়ারবাজার

পুঁজিবাজারের জন্য সুখবর, আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণের গ্যারান্টর সরকার

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ ব্যাংক থেকে ৩ হাজার কোটি টাকার ঋণ পেতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। উচ্চ সুদে নেওয়া ঋণ পরিশোধের পাশাপাশি এই অর্থ দিয়ে পুঁজিবাজারে ভালো শেয়ারে বিনিয়োগ করা হবে। সুদ-আসলে ঋণ পরিশোধের জন্য দেড় বছর বা ১৮ মাস সময় পাবে আইসিবি। এই ঋণের গ্যারান্টি দিয়েছে সরকার।

আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের নগদ ও প্রচ্ছন্ন দায় ব্যবস্থাপনা শাখা থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

১৮ মাসের মধ্যে প্রতিষ্ঠানটি ঋণের আসল কিংবা সুদের কোনো অংশ পরিশোধ করতে ব্যর্থ হলে তা নিয়ম অনুযায়ী সেটি পরিশোধ করবে সরকার। তবে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের পাওনা মুনাফা থেকে এই ঋণের আসল কিংবা সুদের কোনো অংশ সমন্বয় করা যাবে না।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ঋণের টাকায় আইসিবির সক্ষমতা বৃদ্ধির জন্য বড় সুদে নেওয়া ঋণ সমন্বয় করা হবে। একইসঙ্গে ভালো শেয়ারে বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারে সহায়তা প্রদান করা হবে। এতে করে পুঁজিবাজারে যেমন তারল্য বাড়বে, তেমনি মুনাফা অর্জনের মাধ্যমে আইসিবিরও শক্তিশালী আর্থিক বিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা বাড়বে।

এ বিষয়ে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঋণ পরিশোধের জন্য দেড় বছর সময় পাব। এই টাকা দিয়ে আইসিবির বড় সুদের ঋণ সমন্বয় করা হবে। আমরা অবশ্যই পুঁজিবাজারে সহায়তা (সাপোর্ট) দেব। এ জন্য আমরা মৌলভিত্তিসম্পন্ন শেয়ার কিনব।’

এর আগে ৬ নভেম্বর আইসিবিকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে ‘সভরেন গ্যারান্টি’ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কাছে সুপারিশ করে চিঠি দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।

বিনিয়োগকারীদের ১০১ কোটি শেয়ার শূন্য হচ্ছে

গোল্ডেন হারভেস্টের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তর বাতিল

পুঁজিবাজারে বিদ্যুৎ খাতের কোম্পানি: সরকারি চুক্তির অনিশ্চয়তা বাড়াচ্ছে বিনিয়োগ ঝুঁকি

পুঁজিবাজারে বিনিয়োগে হাজার কোটি টাকা ঋণ পেল আইসিবি, শেয়ার কেনা শুরু

কমোডিটি মার্কেটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

বাজার মূলধন কমল প্রায় ৬ হাজার কোটি টাকা

এসিআইয়ের ৫ লাখ শেয়ার কিনবেন চেয়ারম্যান আনিস-উদ-দৌলা

কোম্পানি লোকসানে, তবু শেয়ারের লেনদেন

এক টাকার নিচের শেয়ার লেনদেনে নতুন নিয়ম

মিউচুয়াল ফান্ডের অনিয়মে ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৯ কোটি ২১ লাখ টাকা জরিমানা