হোম > অর্থনীতি > শেয়ারবাজার

বড় পতনে দেড় বছরের সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ঠেকাতে ইন্টারনেট সীমিত করার প্রভাব পড়েছে পুঁজিবাজারে। বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় সূচকের বড় পতন হয়েছে। লেনদেন দেড় বছরের সর্বনিম্ন অবস্থানে নেমেছে। 

আন্দোলনের সহিংসতা এড়াতে গত রবি থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। গতকাল বুধবার পুঁজিবাজার খুললেও ব্রোকারেজ হাউসগুলোতে উপস্থিতি কম ছিল। মোবাইল ইন্টারনেট না থাকা, সব বাসাবাড়িতে ব্রডব্যান্ড সংযোগ না থাকা এবং থাকলেও সচল না থাকায় বিনিয়োগকারীরা শেয়ারদরের উত্থান-পতন দেখে ক্রয় বা বিক্রয়ের আদেশ দেওয়ার সুযোগও পাননি। 

এর প্রভাবে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫০টির বেশির দর কমেছে পতনের সর্বোচ্চ সীমা বা সার্কিট ব্রেকার ছুঁয়ে। লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে দর বাড়ে ২৫টির, কমেছে ৩৪৭টির এবং অপরিবর্তিত ছিল ১৭টির। এতে প্রধান সূচক ডিএসইএক্স ৯৫ পয়েন্ট বা ১ দশমিক ৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫০ পয়েন্টে। 

দিনভর লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৩৭ লাখ টাকা, যা গত দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৩ সালের ২ জানুয়ারি ১৪৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল। 

ডিএসইর এক কর্মকর্তা বলেন, সবগুলো ব্রোকারেজ হাউস লেনদেনে অংশগ্রহণ করেছে। তবে বিনিয়োগকারীরা নিজেরা মোবাইল অ্যাপ ও ল্যাপটপ ব্যবহার করে লেনদেন করতে পারেননি। 

সামগ্রিক পরিস্থিতি নিয়ে পুঁজিবাজারে যে শঙ্কা ছিল, তার প্রভাব দেখা যায় লেনদেনের শুরুতেই। প্রথম তিন মিনিটেই সূচক পড়ে যায় ৪৫ পয়েন্ট। পড়তি বাজারে সুযোগ নিয়ে শেয়ার কেনার মতো সুযোগ না থাকায় এই পতন কেবল বাড়তেই থাকে। দুপুর ১২টা ৫৫ মিনিটে সূচক হারিয়ে ফেলে ১০৮ পয়েন্ট। পরে সেখান থেকে ১৩ পয়েন্ট উদ্ধার হয়।

ট্রেজার সিকিউরিটিজের সিওও মোস্তফা মাহবুব উল্লাহ বলেন, হাজার হাজার বিক্রয় আদেশ থাকলেও ক্রেতা ছিল না। অনেকেই হয়তো আরও কম দামে শেয়ার কেনার সুযোগ নিতে চাচ্ছেন। 

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, নেট তো খুবই ধীরগতির হয়ে গিয়েছে। সেটেলমেন্ট (নিষ্পত্তি) হতে অনেক সময় লেগেছে। তাই লেনদেন কম হয়েছে। 

বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, কারফিউর মধ্যে বাজারে আসেননি অনেকে, মোবাইলেও লেনদেন করতে পারেননি। ডেটা সচল হলে কেনাবেচা বাড়বে।

বিনিয়োগকারীদের ১০১ কোটি শেয়ার শূন্য হচ্ছে

গোল্ডেন হারভেস্টের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তর বাতিল

পুঁজিবাজারে বিদ্যুৎ খাতের কোম্পানি: সরকারি চুক্তির অনিশ্চয়তা বাড়াচ্ছে বিনিয়োগ ঝুঁকি

পুঁজিবাজারে বিনিয়োগে হাজার কোটি টাকা ঋণ পেল আইসিবি, শেয়ার কেনা শুরু

কমোডিটি মার্কেটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

বাজার মূলধন কমল প্রায় ৬ হাজার কোটি টাকা

এসিআইয়ের ৫ লাখ শেয়ার কিনবেন চেয়ারম্যান আনিস-উদ-দৌলা

কোম্পানি লোকসানে, তবু শেয়ারের লেনদেন

এক টাকার নিচের শেয়ার লেনদেনে নতুন নিয়ম

মিউচুয়াল ফান্ডের অনিয়মে ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৯ কোটি ২১ লাখ টাকা জরিমানা